/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Hijab-row-1.jpg)
মঙ্গলবার উদুুপির এমজিএম কলেজের সামনে হিজাব পরে বিক্ষোভ।
হিজাব-কাণ্ডে এবার সুর চড়ালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ''নারীরা কোন পোশাক পরতে চান তা ঠিক করার অধিকার রয়েছে তাঁদেরই।'' কর্নাটকে সম্প্রতি মেয়েদের হিজাব-পরা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেপ্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেত্রী।
হিজাব-বিতর্কে উত্তাল দক্ষিণের রাজ্য কর্নাটক। হিজাব বিতর্ক নিয়ে সম্প্রতি রাজ্যে চলা তপ্ত আবহের জেরে অত্যন্ত সাবধানী পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। আপাতত তিন দিন রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রয়েছে। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে মামলার শুনানি।
Karnataka | High schools & colleges closed for 3 days in the state, as per the directions of CM Basavaraj Bommai#HijabRowpic.twitter.com/jilOffeVrc
— ANI (@ANI) February 9, 2022
আদালতে শুনানি চলাকালীনই উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে বিক্ষোভ দেখান গেরুয়া বস্ত্রধারী বেশ কয়েকজন। পরে হিজাব পরিহিত বেশ কয়েকজনের সঙ্গেও তাঁরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। শেষমেশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
National Students Union of India (NSUI) members hoist the national flag at Shivamogga Government College where an intense face-off was seen between students on February 8 regarding the #HijabRow
Read more. https://t.co/4eqkTBa6ko#Karnatakapic.twitter.com/7EPKDMidJg— Express Bengaluru (@IEBengaluru) February 9, 2022
আরও পড়ুন- হিজাবকাণ্ডে উত্তাপ বাড়ছে, আগামী ৩ দিন হাই-স্কুল, কলেজ বন্ধের ঘোষণা রাজ্যের
এদিকে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, ''পোশাক পরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন মহিলার। তা বিকিনিই হোক বা ঘুঙ্ঘট বা হিজাব।'' কর্নাটকের বিভিন্ন প্রান্তে হিজাব নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। যদিও আদালত এই বিতর্কে পড়ুয়া ও রাজ্যবাসীকে শান্তির পরিবেশ বজায় রাখতে আবেদন জানিয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী-সহ রাজ্যের জনগণকে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আবেদন জানিয়েছেন।
Read story in English