Advertisment

‘মুসলিমদের অন্তর্ভুক্তি করলেই নাগরিকত্ব বিল সমর্থন করবেন মমতা’, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

আসামের মন্ত্রী বললেন, ‘‘মমতা আসলে কী বলতে চান, এ নিয়ে দ্বিধায় রয়েছেন। মমতা আসলে বলতে চান, নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করব, যদি মুসলিমদেরও অন্তর্ভুক্তি করা হয়’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma, হিমন্ত বিশ্বশর্মা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা, মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জি, mamata banerjee, Himanta Biswa Sarma slams mamata, হিমন্ত বিশ্ব শর্মাmamata, nrc, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, অনাগরিক শিবির, detention camp, Citizenship (Amendment) Bill, নাগরিকত্ব বিল

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

‘বাংলায় কোনও ডিটেনিশন ক্যাম্প (অনাগরিক শিবির) করা হবে না’, এ ভাষাতেই ক’দিন আগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন আসামের মন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। আসামের মন্ত্রী বললেন, ‘‘মমতা আসলে কী বলতে চান, এ নিয়ে দ্বিধায় রয়েছেন। মমতা আসলে বলতে চান, নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করব, যদি মুসলিমদেরও অন্তর্ভুক্তি করা হয়’’।

Advertisment

ঠিক কী বলেছেন হিমন্ত বিশ্বশর্মা?

নাগরিকত্ব সংশোধনী বিল ও ডিটেনশন ক্যাম্প নিয়ে মমতার বিরোধিতা প্রসঙ্গে আসামের মন্ত্রী বলেন, ‘‘যদি নাগরকিত্ব সংশোধনী বিল পাস না হয়, তবে ডিটেনশন ক্যাম্প থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কী চান, তা সবার সামনে স্পষ্ট করা উচিত। আসলে উনি কী বলতে চান, সে নিয়ে দ্বিধায় রয়েছেন। উনি আসলে বলতে চান-‘আমি নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করব, যদি মুসলিমদের অন্তর্ভুক্তি করা হয়’। আমরা চাই উনি এটা প্রকাশ্যে বলুন। কেন ঘুরিয়ে একথা বলছেন? আমি ডিটেনশন ক্যাম্পও চাই না, নাগরিকত্ব সংশোধনী বিলও চাই না, দুটো এক হয় কখনও? উনি অযৌক্তিক কথা বলছেন। যদি আপনি বিদেশি হন, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে’’।

আরও পড়ুন: আমায় পছন্দ না হলে ভোট দেবেন না, কিন্তু স্থানীয় দলকে দিন: মমতা

উল্লেখ্য, ক’দিন আগেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে না। এখান আমাদের সরকার রয়েছে, এনআরসি করতে আমার দেব না’’।

অন্যদিকে, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে গেলে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের জন্য ডিটেনশন ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে। অন্যান্যদের কী হবে তা আদালত স্থির করবে’’। প্রসঙ্গত, এই মুহূর্তে আসামে ৬টি ডিটেনশন ক্যাম্প রয়েছে। হাজারেরও বেশি মানুষ রয়েছেন এই ক্যাম্পে।

Read the full story in English

Citizenship Bill Mamata Banerjee
Advertisment