/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/Himanta.jpg)
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়ায় আদানির নামের অক্ষর তাঁর নামের বানানের থেকে সংগ্রহ করে কার্যত দুর্নীতির অভিযোগে হিমন্ত বিশ্বশর্মার দিকে আঙুল তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পালটা, রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুমকি দিলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, কংগ্রেস-ত্যাগী গুলাম নবি আজাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রেড্ডি, হিমন্ত বিশ্বশর্মা ও অনিল অ্যান্টনি বিনিয়োগ করেছেন গৌতম আদানির সংস্থায়।
सच्चाई छुपाते हैं, इसलिए रोज़ भटकाते हैं!
सवाल वही है - अडानी की कंपनियों में ₹20,000 करोड़ बेनामी पैसे किसके हैं? pic.twitter.com/AiL1iYPjcx— Rahul Gandhi (@RahulGandhi) April 8, 2023
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্কের অভিযোগ টেনে সরব হয়েছেন রাহুল। তাতেও ক্ষান্ত না-দিয়ে এবার বিতর্কিত শিল্পপতি গৌতম আদানি ও তাঁর সংস্থার সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম জুড়ে দেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা। তার প্রেক্ষিতেই আইনি পথে রাহুলের অভিযোগের মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। আর, এই হুঁশিয়ারিই হল রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের।
It was our decency to have never asked you, on where have you concealed the proceeds of crime from the Bofors and National Herald Scams.
And how you allowed Ottavio
Quattrocchi to escape the clutches of Indian justice multiple times .
Any way we will meet in the Court of Law https://t.co/a9RGErUN1A— Himanta Biswa Sarma (@himantabiswa) April 8, 2023
রাহুল তাঁর টুইটে অভিযোগ করেছিলেন, 'তাঁরা সত্যকে আড়াল করে। তাই প্রতিদিন বিভ্রান্ত করে! প্রশ্ন একই রয়ে গেছে- আদানি কোম্পানিতে কাদের ২০,০০০ কোটি টাকার বেনামি অর্থ আছে?' পালটা টুইটে জবাব দিতে দেরি করেননি হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইটে লিখেছেন, 'এটা আমাদের শালীনতা ছিল যে আমরা আপনাকে কখনও জিজ্ঞাসা করিনি, আপনি কোথায় বোফর্স এবং ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি থেকে অর্জিত অপরাধের আয় রেখেছেন। অথবা আপনি কীভাবে ওটাভিও কোয়াত্রোচিকে একাধিকবার ভারতীয় বিচারের হাত থেকে বাঁচতে সাহায্য করেছেন? যাই হোক, আমরা আদালতে দেখা করব।'
আরও পড়ুন- বিরোধীদের আলাদা শ্রেণির স্বীকৃতি দেওয়ার, তাদের অধিকার রক্ষার সময় এসেছে: মণীশ তিওয়ারি
তবে, কোন আদালতে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন, সেই ব্যাপারে বিস্তারিত জানাননি হিমন্ত। একটা সময় হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসে ছিলেন। সেই সময় গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল বলেই বিভিন্ন মহলের দাবি। পরবর্তীতে হিমন্ত বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের লোক বলেই তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।