Advertisment

‘…..তাই আমরা হেরেছি’! BCCI-কে বিশেষ অনুরোধ হিমন্ত বিশ্ব শর্মার

কী অনুরোধ জানালেন অসমের মুখ্যমন্ত্রী?

author-image
IE Bangla Web Desk
New Update
Himanta Biswa Sarma, India lost World Cup final, Indira Gandhi birth anniversary, IND vs AUS, World Cup 2023 final,

‘…..তাই আমরা হেরেছি’! BCCI-কে বিশেষ অনুরোধ হিমন্ত বিশ্ব শর্মার

বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের হার নিয়ে বিজেপিকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউতও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। 

Advertisment

এবার, বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন, অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে শর্মা  ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীর সঙ্গে ভারতের হারের তুলনা টানেন।  তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধীর  জন্মবার্ষিকীতে ফাইনাল ম্যাচ খেলে ভারত হেরেছে। সেজন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছি যেন পরের বার এমন দিনে ফাইনাল হয়, যে দিনটি কোন ভাবেই গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত না হয়”।

হিমতা বিশ্ব শর্মা বলেন, “বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর তা নিয়ে আমি চুলচেড়া বিশ্লেষণ করেছি।  আমি দেখলাম যেদিন ফাইনাল খেলা হয়েছিল সেদিন ছিল ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী। ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল, তাই আমরা হেরেছি। তাই আমি বিসিসিআইকে অনুরোধ করছি, পরের বার যখন এমন ফাইনাল হবে, সেই দিনটি যেন গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত না হয় সেদিকে একটু খেয়াল রাখুন”।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত  ছিলেন বলিউড অভিনেতা, কিংবদন্তি নেতারা। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, “আমাদের ছেলেরা ভালো খেলছিল, তারা বিশ্বকাপ জিতত। কিন্তু ‘অপয়া’র  কারণে আমরা সেখানে হেরেছি"।

Himanta Biswa Sarma
Advertisment