Advertisment

Rahul Gandhi: 'হাজার মামলা করুক, বিজেপি-আরএসএস আমাকে দমাতে পারবে না', বোমা ফাটালেন রাহুল

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্বোধন করা একটি চিঠিতে, খাড়গে গত কয়েকদিন ধরে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিশদ বিবরণ দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi bharat jodo nyay yatra

অসমে ন্যায় যাত্রায় রাহুল

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে অসমে ধুন্ধমার। ‘হিংসা ছড়ানোর অভিযোগে এমন পুলিসের ওপর ‘হামলার’ অভিযোগে রাহুল সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। মঙ্গলবার গুয়াহাটিতে দলীয় কর্মী ও পুলিসের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস।

Advertisment

অসমে ন্যায় যাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন কংগ্রেস প্রধান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল গুয়াহাটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাহুল গান্ধী এবং আসামে চলমান ভারত জোড়ো ন্যায় যাত্রার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্বোধন করা একটি চিঠিতে, খাড়গে গত কয়েকদিন ধরে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিশদ বিবরণ দিয়েছেন।

আরও পড়ুন : < Karpoori Thakur: কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন! কেন্দ্রের বড় সিদ্ধান্ত, হিন্দি বলয়ে প্রভাব বিস্তারে বিজেপির মাস্টারস্ট্রোক >

চিঠিটি শাহকে হস্তক্ষেপ করার এবং গান্ধী এবং যাত্রা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কংগ্রেস প্রধান। পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি অসম পুলিশ জেড+ নিরাপত্তা প্রদানে ব্যার্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন খাড়গে।

এবার হিমন্ত শর্মা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করে রাহুল বলেন, 'অমিত শাহ তাকে নিয়ন্ত্রণ করেছেন'। অসমে পুলিসের সঙ্গে সংঘর্ষের পরদিন রাহল গান্ধী অসমের মুখ্যমন্ত্রী 'হিমন্ত শর্মাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন। একই সঙ্গে সেই দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন।

তিনি এদিন বলেন, "অসমের মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ অমিত শাহের হাতে। তিনি (হিমন্ত বিশ্ব শর্মা) অমিত শাহের বিরুদ্ধে কিছু বলার সাহস করলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে,"। একই সঙ্গে রাহুল বলেন, “আমার বিরুদ্ধে যত পারো মামলা করুন। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না,”।

rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment