Advertisment

‘হিন্দু সন্ত্রাসবাদ’ নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করুক বিজেপি সরকার, দাবি শিবসেনার

শিবসেনার বক্তব্য, সনাতন সংস্থা এ ঘটনা থেকে নিজেদের দূরত্বের কথা জানিয়েছে। তারা বলেছে, ‘‘এরা আমাদের সাধক নয়’’ এবং এটিএসকে তাদের অভিযোগ প্রমাণ করার ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামনায় প্রকাশিত লেখায় হিন্দু সন্ত্রাস নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে বিজেপি সরকারকে।

হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে বিজেপি সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করার দাবি জানাল শিবসেনা। বৃহস্পতিবার শিবসেনার মুখপত্র সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, ইউপিএ সরকারের আমলে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ নামক পরিভাষাটির আমদানি করা হয়। তখন সে নিয়ে সংসদে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। এমনকি এ নিয়ে রাস্তায়ও নেমেছিল তারা। সামনায় লেখা হয়েছে, ‘‘আজ কংগ্রেসি শাসনের অবসান হয়ছে। কেন্দ্রে ও বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার অধিষ্ঠিত হয়েছে। কিন্তু তাও হিন্দু সন্ত্রাসবাদ নামটি চালুই রয়েছে। এ ব্যাপারে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।’’

Advertisment

সামনায় প্রকাশিত সম্পাদকীয়য় লেখা হয়েছে, মহারাষ্ট্রের এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড) নালাসোপারা, পুনে, মারাঠাওয়াড়া এবং ঘাটকোপার থেকে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গী এবং সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় যুক্ত সন্দেহে বেশ কিছু হিন্দু কর্মীদের গ্রেফতার করেছে। ‘‘দাভোলকর, পানসারে, কালবুর্গী এবং গৌরী লঙ্কেশের হত্যার পিছনে সনাতন সংস্থার হাত রয়েছে। দীর্ঘদিন ধরে এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তাহলে সরকার এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা না করে, এই ব্যক্তিদের গ্রেফতার করছে কেন?’’

আরও পড়ুন, গৌরী লঙ্কেশসহ চার বুদ্ধিজীবীর হত্যা: গোলোকধাঁধার মধ্যে কী রয়েছে?

শিবসেনার বক্তব্য, সনাতন সংস্থা এ ঘটনা থেকে নিজেদের দূরত্বের কথা জানিয়েছে। তারা বলেছে, ‘‘এরা আমাদের সাধক নয়’’ এবং এটিএসকে তাদের অভিযোগ প্রমাণ করার ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছে। সামনায় লেখা হয়েছে, ‘‘সত্যিটা ঠিক কী, এ ব্যাপারে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে এটিএস যা বলছে, আমাদের তাই মেনে নিতে হবে।’’

 সামনায় প্রকাশিত লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত বিষয়ে উল্লেখ করে বলা হয়েছে মাওবাদী ব্যক্তিবর্গের বাড়িতেই হানা দিয়েছে পুলিশ। ’’মাওবাদীদের কাছ থেকে হুমকি চিঠি ও নথিপত্র পাওয়া গেছে, এবং হিন্দু কর্মীদের বাড়ি থেকে বন্দুক ও বিস্ফোরক মিলেছে। কিন্তু ধৃত নকশালপন্থী সমর্থকদের ‘নকশাল সমর্থক বলে অভিযোগ’ বলে উল্লেখ করা হচ্ছে অথচ হিন্দু কর্মীদের চরমপন্থী হিন্দু বলে অভিহিত করা হচ্ছে।’’
 শিবসেনার বক্তব্য, চারটি হত্যাকাণ্ডের মধ্যে এখনও কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি এবং প্রতিটি হত্যাই পৃথক পৃথক ষড়যন্ত্র হতে পারে। ‘‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, এরা সবাই হিন্দু সন্ত্রাসবাদী এবং এদের শেষ করে দেওয়া হবে... এ খুবই আশ্চর্যের ঘটনা যে হিন্দুস্থানে হিন্দুরা সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে, তাও আবার মোদী-ফড়নবিশের শাসনকালে।’’
সামনা সম্পাদকীয়তে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি তোলা হয়েছে ।
gauri lankesh shiv sena
Advertisment