'আমি মুসলিমদের প্রণাম করি', হিন্দুদের চরম হুঁশিয়ারি মোদীর মন্ত্রীর

রাহুলকে কটাক্ষ।

রাহুলকে কটাক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Giriraj Singh,Halal Meat" />

'আমি মুসলিমদের প্রণাম করি', হিন্দুদের চরম হুঁশিয়ারি মোদীর মন্ত্রীর

দিন কয়েক আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিংহ। যার জেরে সমালোচনা কম হয় নি। এবার সেই সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রীর গলায় এবার মুসলিমদের ঢালাও প্রশংসা। পাশাপাশি হিন্দুদের বিশেষ বার্তা দিলেন গিরিরাজ। তাও আবার মাংস খাওয়া নিয়ে। কী ধরনের মাংস খাবেন, কী মাংস খাবেন না, সেই নিয়ে মন্তব্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজের। হিন্দুদের পরামর্শ দিয়ে তিনি বলেন, 'হিন্দুদের হালাল করা মাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত'। তার বদলে তাদের শুধুমাত্র ‘ঝটকা’ মাংসই খাওয়া উচিত।

গতকাল নিজের বিধানসভা কেন্দ্রেই একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে গিরিরাজ বলেছেন, ​“হিন্দুরা হিন্দুদের থেকে আর মুসলমানরা মুসলমানদের থেকে মাংস কিনবে সে দিন তো চলে গেছে! এখন হিন্দুরা মুসলমানদের থেকে মাংস কিনছে। হালাল মাংস হিন্দু ধর্মবিরোধী। হিন্দুদের এক কোপে কাটা মাংস খাওয়া উচিত"।

Advertisment

একই সঙ্গে এদিন সংসদের নিরাপত্তায় ত্রুটি নিয়েও কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের কারণ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব। এ বিষয়ে গিরিরাজ সিং বলেন, রাহুলের টুকরে টুকরে গ্যাংয়ের প্রতি সহানুভূতি এই প্রথম নয়। তিনি এর আগেও জেএনইউতে যারা দেশদ্রোহী স্লোগান তুলেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন।

প্রবীণ এই সাংসদ আরও বলেন, “আমি সেই মুসলমানদের প্রশংসা করি যারা কেবল হালাল মাংস খান। এখন হিন্দুদের উচিত তাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্যের প্রতি সেই রকম অঙ্গীকার প্রদর্শন করা।” গিরিরাজ বলেন, “আগে তো ‘হিন্দুরা’ মুরগির মাংসও ছুঁয়ে দেখত না। এখন তো সব খাচ্ছে।”

গিরিরাজ সিং কয়েক সপ্তাহ আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে "হালাল" পণ্যের বিক্রি নিষিদ্ধ করার দাবিতে একটি চিঠি লিখেছিলেন। এনিয়ে রাজনীতিও কম হয়নি। অনেকেই এই ধরণের পদক্ষেপ যোগী আদিত্যনাথ সরকারের কাছ থেকে "অনুপ্রেরণা" হিসাবে দেখেছেন।

Central Government