Advertisment

হিন্দুদের পাঁচটি করে সন্তানের পক্ষে সওয়াল, ধরানো হোক হাতিয়ার

এঁদের মধ্যে চান্দের প্রকাশ গঙ্গা পূর্ববর্তী মেহবুবা মুফতি সরকারের মন্ত্রী ছিলেন। কাঠুয়ার ৮ বছরের শিশুর ধর্ষণ ও হত্যাকাণ্ডে ধৃতদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার পর তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র জৈন (ফাইল ছবি)

প্রত্যেক হিন্দুর যেন পাঁচটি করে সন্তান হয়, ছোটবেলা থেকেই যেন তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় অস্ত্র। প্রকাশ্য সভায় এ বক্তব্য রাখলেন এক নেতা। তখন মঞ্চে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ এবং আর এস এসের নেতারা। শ্রোতাদের মধ্যে উপস্থিত জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র জৈন। বক্তা মোহান্ত দীনেশ ভারতী- যিনি ২০০৮ সালের অমরনাথ আন্দোলনের অন্যতম মুখ। জম্মুতে রবিবার ধর্মসভার ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেখানে হিন্দু সাধুদের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রধান জগদগুরু হংসদেবাচার্য ছিলেন প্রধান অতিথি। রবীন্দ্র জৈন ছাড়াও শ্রোতাদের মধ্যে ছিলেন রাজ্যের তিন প্রাক্তন মন্ত্রী- সত শর্মা, শ্যাম চৌধুরী এবং চান্দের প্রকাশ গঙ্গা।

Advertisment

আরও পড়ুন, তলোয়ার দিয়ে লাভ জেহাদিদের মুণ্ডচ্ছেদের নিদান সাধ্বীর

এঁদের মধ্যে চান্দের প্রকাশ গঙ্গা পূর্ববর্তী মেহবুবা মুফতি সরকারের মন্ত্রী ছিলেন। কাঠুয়ার ৮ বছরের শিশুর ধর্ষণ ও হত্যাকাণ্ডে ধৃতদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার পর তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

মোহান্ত দীনেশ ভারতী এদিন বলেন, ২০৩৯ সালে কোনও হিন্দু প্রধানমন্ত্রী হতে পারবেন না। “আপনাদের কাছে আবেদন, প্রত্যেক হিন্দু পাঁচজন করে সন্তানের জন্ম দিন। আর তাদের ছোট্ট ছোট্ট হাতে অস্ত্র ধরিয়ে দিন। তারা যেন সেই হাতিয়ার হাতে শপথ নেয় কেউ তাদের দিকে কুদৃষ্টিতে তাকালে সেই চোখ উপড়ে নেওয়া হবে।“

jammu and kashmir
Advertisment