Advertisment

নীতীশের মন্তব্যের কড়া সমালোচনা, সকল ভাষা-সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ সদগুরুর

"হিন্দি আমাদের জাতীয় ভাষা" মন্তব্যের জন্য নীতিশ কুমারকে তিরস্কার করলেন প্রখ্যাত আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
Sadhguru Jaggi Vasudev, Sadhguru news, Sadhguru slams Nitish Kumar, Nitish Kumar Hindi remark row, Hindi aana chahiye controversy, Nitish Kumar new

"হিন্দি আমাদের জাতীয় ভাষা" মন্তব্যের জন্য নীতিশ কুমারকে তিরস্কার করলেন প্রখ্যাত আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু।

"হিন্দি আমাদের জাতীয় ভাষা" মন্তব্যের জন্য নীতিশ কুমারকে তিরস্কার করলেন প্রখ্যাত আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে নীতীশের এই মন্তব্যের বিরোধীতা করে লিখেছেন, ‘হিন্দুস্তান হিন্দির ভূমি নয়’।

Advertisment

প্রখ্যাত আধ্যাত্মিক গুরু 'ইন্ডিয়া জোটের' বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'হিন্দুস্তান মানে কেবল হিন্দি নয়। হিন্দুস্তান মানে হিমালয়, ভারত মহাসাগর বা যে অঞ্চলে হিন্দুরা বাস করে গোটাটাই হিন্দুস্থান। পাশাপাশি দেশের সমস্ত ভাষাকে সমান মর্যাদা দেওয়ার কথাও নীতীশকে স্মরণ করান তিনি। নীতীশ কুমারকে ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করার পরামর্শও দেন তিনি। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেছেন, 'দেশে এমন অনেক রাজ্য রয়েছে যা তাদের নিজস্ব ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। তাই এই ধরনের মন্তব্য না করার জন্য বিহারের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

Sadhguru Jaggi Vasudev, Sadhguru news, Sadhguru slams Nitish Kumar, Nitish Kumar Hindi remark row, Hindi aana chahiye controversy, Nitish Kumar new
"হিন্দি আমাদের জাতীয় ভাষা" মন্তব্যের জন্য নীতিশ কুমারকে তিরস্কার করলেন প্রখ্যাত আধ্যাত্মিক ধর্মগুরু সদগুরু।

মঙ্গলবার দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে নীতীশ কুমার যখন হিন্দিতে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তিনি তা বুঝতে পারেননি বলে আরজেডি রাজ্যসভার সাংসদ মনোজ ঝাকে তা অনুবাদ করতে বলেন, ডিএমকে নেতা টিআর বালু। একথা শুনেই রেগে কাই হয়ে যান নীতীশ। এ নিয়ে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা আমাদের দেশকে হিন্দুস্তান বলি। হিন্দি আমাদের জাতীয় ভাষা। আমাদের সেই ভাষা জানা উচিত।''

Nitish Kumar
Advertisment