Advertisment

আগামী বছর জনতার রায়, একবছর আগে খতিয়ে দেখা, কতটা সফল মোদী সরকার

গত বছর ব্রিটেনকে পিছনে ফেলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Election

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ৩০ মে নয় বছর পূর্ণ করবে। গত নয় বছরে বেশ কিছু যুগান্তকারী ঘটনার সাক্ষী হয়েছে এই সরকার। যার মধ্যে রয়েছে ২০১৬ সালে পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল। ২০১৭ সালে পণ্য ও পরিষেবা কর চালু, কোভিড-১৯ মহামারি সামলানো, সীমান্তে বিরূপ প্রতিবেশীর আগ্রাসনের মধ্যেই ভারতকে আত্মনির্ভর (আত্মনির্ভর) করার আহ্বান। পাশাপাশি সুবিধাভোগীদের এক নতুন শ্রেণি 'লাভ্যার্থী বর্গ'র সূচনা।

Advertisment

দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীদের অন্যতম
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন। তার পর ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ২০১৯ সালে কেন্দ্রে ক্ষমতায় ফেরেন। ভারতে প্রধানমন্ত্রীদের মধ্যে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মনমোহন সিংয়ের পর এত দীর্ঘসময় কেউ প্রধানমন্ত্রী থাকেননি।

আর্থিক সাফল্য
গত বছর ব্রিটেনকে পিছনে ফেলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে এখন কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানি আছে। তবে, সাম্প্রতিক বছরগুলোয় ভারতের জিডিপি বৃদ্ধির গতিপথ অসমই থেকে গিয়েছে। এর প্রধান কারণ হল কোভিড-১৯। যার বিশ্বব্যাপী প্রাদুর্ভাব মারাত্মক অভ্যন্তরীণ প্রতিক্রিয়া তৈরি করেছে। আর, এর জেরেই ২০২০-২১ সালে ভারতের অর্থনীতির সংকোচন ঘটেছে।

আরও পড়ুন- কেন্দ্রের গদিতে ৯ বছর মোদী, ‘লুঠেরার সরকার,’ চরম কটাক্ষ কংগ্রেসের

সাফল্য ও ব্যর্থতায় ভরা
তবে, শুধু কোভিডের ওপর দোষ চাপালে হবে না। কোভিডের আগে ২০১৬-১৭ সালে ৮% বৃদ্ধির হার নথিবদ্ধ করার পরে অর্থনীতি ছিল নিম্নগামী। সে বছরই ১,০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করেছিল মোদী সরকার। পরবর্তী বছরে ২০১৭-১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৮%-এ নেমে এসেছিল। ২০১৭ সালের ১ জুলাই, জিএসটি চালুর পর পরোক্ষ কর ব্যবস্থার সামঞ্জস্য এসেছে। কিন্তু, তারপরও ২০১৮-১৯ সালে ভারতের আর্থিক বৃদ্ধি আরও কমে ৬.৪৫%-এ ঠেকে। ২০১৯-২০ সালে তা এসে দাঁড়ায় ৩.৮৭%-এ। কোভিড লকডাউনের সময় (আর্থিক বছর ২০২০-২১) ভারতের আর্থিক বৃদ্ধি -৫.৮৩% কমে যায়। এরপর, ২০২১-২২ সালে তা ৯.০৫%-এ ফিরে আসে। যা, আগের বছরগুলোর চেয়ে বেশ ভালো। কিন্তু, ২০২২-২৩ সালে এই আর্থিক বৃদ্ধি আবার ৭%-এ নেমে এসেছে।

bjp GST Election
Advertisment