Advertisment

নাড্ডা ইস্যুতে মুখ্যসচিব, ডিজি-কে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার৷ এবার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে যেতে বলা হয়েছে৷ সাম্প্রতিক কালে এমন ঘটনা নজিরবিহীন৷

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপকে 'অসাংবিধানিক' বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতেই এই তলব বলে অভিযোগ তাঁর। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের দাবি, 'বৃহস্পতিবারের ঘটনাই প্রমাণ করল বাংলায় গণতন্ত্র, আইনের শাসন নেই। তাই মুখ্যসচিব ও ডিজি-কে তলব করে কেন্দ্রীয় সরকার অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পাল করছে।'

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আশ্রিত বলে অভিযোগ৷ এ দিনই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রিপোর্ট পাঠিয়েছিলেন৷ সেখানে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফলতিকেই কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যপাল৷ তার পরেই ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

রাজ্যপালের আগেই বৃহস্পতিবারই নাড্ডার নিরাপত্তার গাফিলতি অভিযোগ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর সেই চিঠিই নবান্নে পাঠিয়ে কার্যত কৈফিয়ত তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর আজ ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠাল কেন্দ্র।

publive-image জে পি নাড্ডার কনভয়ে হামলার পরের ছবি।

উল্লেখ্য, জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলার ঘটনা যে কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে, গতকালই ট্যুইট করে তা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আইন-শৃঙ্খলার প্রশ্নে রাজ্যে অরাজকতা চলছে বলেও অভিযোগ করেছেন শাহ।

যদিও রাজ্য পুলিশের তরফে বৃহস্পতিবারই টুইটে দাবি করা হয়েছে, জে পি নাড্ডার কনভয়ে কিছুই হয়নি৷ তবে ঘটনার তদন্ত করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, হামলা নিয়ে নাটক করছেন বিজেপি নেতৃত্ব৷ গোটা ঘটনার তদন্ত করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তবে, রাজ্য প্রশাসন ও পুলিশের ব্যাখ্যায় যে কেন্দ্র সন্তুষ্ট নয়, তা স্বরাষ্ট্রমন্ত্রকের এদিনের পদক্ষেপেই স্পষ্ট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় বিজেপি সভাপতির কনভয়ে দুষ্কৃতী হামলার কারণে ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। উস্তি ও ফলতা থানায় দু'টি মামলা রুজু করা হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ।

একই সঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, 'ডায়মন্ড হারবারের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর। আমি মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছি, তা সত্ত্বেও রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। দয়া করে আগুন নিয়ে খেলবেন না। ডায়মন্ড হারবারের মত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমি মুখ্যমন্ত্রীকে সতর্ক করছি'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee west bengal politics amit shah
Advertisment