Advertisment

বিরোধী হল্লায় মুলতুবি সংসদ, বাতিল প্রধানমন্ত্রীর ভাষণ

প্রায় এক বছর পর বুধবার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সংসদ লাইব্রেরির বালযোগী অডিটোরিয়ামে হয়েছে এই বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দফায় দফায় বিরোধী হল্লায় বুধবার একাধিকবার মুলতুবি হল সংসদের অধিবেশন। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। অধিবেশন শুরু দিন থেকেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আর কৃষক আন্দোলন নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী শিবির। সেই প্রতিবাদের আঁচ বুধবারও সংসদে এসে পড়ে। ফলে এদিন প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকলেও বাতিল হয়ে যায় সেই সূচি। বিরোধী হল্লায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। এই প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনে এদিন সংসদে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সহমত না মেলায় বাতিল হয়েছে সেই সূচি। সবপক্ষ মিলে সহমতে পৌঁছলে, সেই সূচি ফের নেবে লোকসভা।‘  

Advertisment

এদিকে, প্রায় এক বছর পর বুধবার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সংসদ লাইব্রেরির বালযোগী অডিটোরিয়ামে হয়েছে এই বৈঠক। দলীয় সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা যোগ্য প্রত্যেক নাগরিককে করোনা টিকা নিতে উদ্যোগ নিক বিজেপি সাংসদেরা। প্রয়োজনে টিকা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।  

এদিকে, পেট্রোপণ্য-রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কৃষি আইন সংক্রান্ত নানা বিষয়ে বারে বারেই শাসক পক্ষকে নিশানা করছে বিরোধী শিবির। সংসদের দুই কক্ষেই চলছে তুমুল হইহট্টগোল। ফলে একাধিকবার মুলতুবি হয়ে যাচ্ছে লোকসভা-রাজ্যসভার অধিবেশন। এই প্রেক্ষিতে সরকার পক্ষের বিরুদ্ধে ‘ডিজিটাল ভেদাভেদ’-এর অভিযোগ তুলেছেন লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

কী বলেছেন অধীর চৌধুরী?

লোকসভার অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয় লোকসভা টিভি-তে। এক্ষেত্রে লোকসভা টিভি-র বিরুদ্ধে সরাসরি সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, ‘বিরোধীদের বক্তব্য লোকসভা টিভি সম্পচার করেন না। কিন্তু ট্রেজারি বেঞ্চের কেউ যখন বলেন তখন তা সবটাই দেখানো হয়ে থাকে।’

এই অভিযোগের পর পরই স্পিকার ওম বিড়লা অধীরবাবুর থেকে জানতে চান, বিরোধীদের স্লোগান-হইহট্টগোলে বারে বারে অধিবেশ ব্যহত হচ্ছে। দেশবাসী এইসব দেখুক, আপনি কী সেটাই চান? জবাবে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অংশ হল প্রতিবাদ।’

এরপর ফের অধীরবাবু লোকসভায় কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য ‘ব্ল্যাক আউট’ না করার আর্জি জানান। পরে, বিরোধীদের স্লোগানিং-চেঁচামিচির মধ্যেই প্রশ্ন-উত্তর পর্ব জারি রাখার নির্দেশ দেন লোকসভার স্পিকার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prime Minister Indian Parliament Budget Session
Advertisment