তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে ফের সুর চড়ালেন রাহুল গান্ধী। কৃষি আইন বাতিল করতে আর কত ত্য়াগ করতে হবে কৃষকদের, একথাই বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য়, নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গত ১৭ দিনে ১১ জন কৃষকের মৃত্য়ু হয়েছে বলে একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই রিপোর্ট উল্লেখ করে এদিন হিন্দিতে টুইটে একথা লেখেন রাগা।
এর আগেও এ ইস্য়ুতে সরব হতে দেখা গিয়েছে রাহুলকে। সম্প্রতি কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি পেশ করেন বিরোধীরা। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বিরোধীরা।
আরও পড়ুন: ‘কৃষকদের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ সরকার’, বিদ্রোহের আবহে ফের বার্তা মোদীর
এদিকে, কৃষক বিদ্রোহের (Farmers protest) আবহে আবারও আশ্বস্ত করতে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। কৃষকদের সাহায্য় করতে তাঁর সরকার বদ্ধপরিকর, শনিবার এমন বার্তাই দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, নয়া কৃষি আইনগুলো কৃষকদের নয়া বাজার দেবে এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিতে সহায়তা করবে।
উল্লেখ্য়,কৃষকদের সঙ্গে নিয়ে বারংবার আলোচনার টেবিলে বসলেও জট কাটছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও নিষ্ফলা হয়। তারপরই লিখিত আকারে কৃষকদের খসড়া প্রস্তাব পাঠায় সরকার। যা পত্রপাঠ খারিজ করে দেন কৃষকরা। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনকে চ্য়ালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন