Advertisment

'আমি বিশ্বের সবচেয়ে মিষ্টি সন্ত্রাসবাদী', পাঞ্জাব ভোটের আগে দাবি কেজরিওয়ালের

কুমার বিশ্বাসের দাবি, তাঁকে নাকি কেজরিওয়াল বলেছিলেন যে, হয় তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন, নয়তো খালিস্থান রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
I am worlds sweetest terrorist Kejriwal rejects separatist remarks

অরবিন্দ কেজরিওয়াল

তিনি দিল্লিওয়ালা। দিল্লির মুখ্যমন্ত্রীও। কিন্তু, গত কয়েক দিনে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় চষে ফেলেছেন। আপ-কে পঞ্চনদের তীরের রাজ্যে সরকার গড়তে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। যাকে বাঁকা নজরে দেখছে কংগ্রেস-বিজেপি ও অকালী দল। রাহুল থেকে মোদী, প্রিয়াঙ্কা থেকে সুখবীর সিং বাদল- প্রত্যেকেই নিশানা করেছেন কেজরিওয়ালকে। এরমধ্যেই মারাত্ম আক্রমণটি এসেছে একদা আপ নেতা, বর্তমানে পদ্ম শিবিরের কুমার বিশ্বাসের তরফে। কুমারের দাবি, তাঁকে নাকি কেজরিওয়াল বলেছিলেন যে, হয় তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন, নয়তো খালিস্থান রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

Advertisment

কুমার বিশ্বাসের এই দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। বিশ্বাসের দাবিকে উল্লেখ করে তদন্তের দাবি জানিয়ে প্রদানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ফলে, ঘটনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শুক্রবার ভিডিও বার্তায় মুখ খুলেছেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, 'আমি বিশ্বের সবচেয়ে মিষ্টি সন্ত্রাসবাদী। এমন এক সন্ত্রাসবাদী, যে মানুষের সেবার জন্য হাসপাতাল বানায়, স্কুল, বিদ্যুৎ, রাস্তা এবং জলের বন্দোবস্ত করে'

গোটাটাকেই 'কমেডি' বলে দাবি করেছেন কেজরিওয়াল। বলেছেন, 'আমি এক অফিসারের কাছে জানতে পেরেছি যে এনআইএ আমার বিরুদ্ধে আগামী ২ দিনের মধ্যে এফআইআর দায়ের করবে।' এ ধরণের অভিযোগকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, 'দেশের সুরক্ষার বিষয়টিতে তারা যদি এইভাবে কাজ করে তবে তা গভীর উদ্বেগের।'

আরও পড়ুন- ‘ভোট বিবেচনা করেই শুধু কথা’, নির্মলার বেনজির নিশানায় ডঃ মনমোহন সিং

কেজরিওয়ালের দাবি, আপের বিরুদ্ধে বিরোধী দলগুলির নেতারা 'হাত মিলিয়েছেন'। মুখ্যমন্ত্রীর কথায়, 'প্রথমে রাহুল গান্ধী আমার বিরুদ্ধে বিচ্ছিন্নতবাদীদের মজদতের অভিযোগ তোলেন। ঠিক পরের দিন একই দাবি করেছেন প্রদানমন্ত্রী মোদী। একই পথের পথিক হলেন প্রিয়াঙ্কা গান্ধী ওসুখবীর সিং বাদল। আক্রমণের ক্রমটি বেশ আকর্ষণীয়। কেউ ভাবলেন না যে রাহুল গান্ধীকে প্রদানমন্ত্রী মোদী হুবহু নকল করছেন।'

আপের আহ্বায়কের দাবি, শতাব্দী আগে ভগৎ সিং-কে যেভাবে ব্রিটিশরা 'সন্ত্রাসবাদী' বলে দেগে দিয়েছিল, একইভাবে আমার বিরুদ্ধেও সেই চেষ্টা চলছে। তাঁর কথায়, 'দিল্লি পুলিশ, ইডি, আয়কর এবং অন্যান্য সংস্থা গত ৭ বছর আমার অফিস এবং বাসভবনে অভিযান চালিয়েছে। কিন্তু কোনও সংস্থাই আমার বিরুদ্ধে কিছু খুঁজে পায়নি। তারপর একদিন একজন কবি উঠে দাঁড়িয়ে একটি কবিতা বললেন। ধন্যবাদ সেই কবিকে, যিনি এত বড় সন্ত্রাসবাদীকে ধরেছেন।'

Read in English

AAP Arvind Kejriwal Punjab Poll 2022
Advertisment