‘আমি ক্ষমাপ্রার্থী, আমার কথা ফিরিয়ে নিচ্ছি': জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে বড় বিবৃতি নীতীশ কুমারের।
‘আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু নারী শিক্ষার কথা বলেছি। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী," জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারী শিক্ষা সংক্রান্ত গতকালের মন্তব্য প্রসঙ্গে এমনটাই বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল জন সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য বিধানসভায় বক্তৃতা দিয়ে গিয়ে বিরোধীদের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। নীতীশের মন্তব্যকে "অশ্লীল" এবং "অপমানজনক" বলে বর্ণনা করে বিরোধী শিবির।
আরও পড়ুন: < বাতাসে বিষ! মানসিক চাপ, মুড সুইংয়ের কারণও দূষণ? চমকে যাওয়ার মত তথ্য প্রকাশ্যে >
জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যর জেরে বিপাকে পড়তে হয় বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারকে। জনসংখ্যা বৃদ্ধির জন্য কন্যাসন্তানদের শিক্ষার প্রয়োজন বিহার বিধানসভায় দাঁড়িয়ে তিনি এমন মন্তব্য করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর এই মন্তব্যকে ‘অশোভনীয়’ বলে উল্লেখ করেছেন বিরোধী বিজেপি।
আরও পড়ুন: < মাত্র ৫ বছরেই ৫০০ কোটির আউটসোর্সিং! লক্ষ্মীলাভের তালিকায় শীর্ষে কোন সংস্থা? >
দিল্লি কমিশন ফর উইমেন চেয়ারপারসন স্বাতি মালিওয়ালও বিহারের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের জেরে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। রাজ্য বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্য জাতীয় মহিলা কমিশন, এনসিডব্লিউ প্রধান রেখা শর্মা নীতীশ কুমারের সমালোচনামূলক মন্তব্য করে উল্লেখ করে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন। তার পরই নিজের করা মন্তব্যের জেরে ক্ষমা চেয়ে নেন নীতীশ কুমার।