Advertisment

'মোদীকে পছন্দ করি', ভরা মঞ্চে রাহুলের মন্তব্যে 'হতবাক' বিশ্ববাসী

Rahul Gandhi: বাংলাদেশ প্রসঙ্গে রাহুল বলেন, 'বাংলাদেশের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। আমি মনে করি বাংলাদেশে চরমপন্থী কার্যকলাপ নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul modi

'আমি মোদীজিকে দারুণ পছন্দ করি', রাহুলের শোরগোল ফেলা বক্তব্যে তুঙ্গে চর্চা!

Rahul Gandhi: 'আমি মোদীজিকে দারুণ পছন্দ করি', রাহুলের শোরগোল ফেলা বক্তব্যে তুঙ্গে চর্চা!  বিরোধী নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। এই সময় বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী  মোদী সম্পর্কে একটি বড় বিবৃতি দিয়েছেন। 

Advertisment

তিন দিনের মার্কিন সফরে কংগ্রেস নেতা রাহুল  গান্ধী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন। রাহুল গান্ধী বলেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মানুষের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল তা এখন শেষ হয়েছে। তিনি বলেন, 'মোদীজির ৫৬ ইঞ্চি ছাতি, ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ, এসবই এখন ইতিহাস।' রাহুল গান্ধী ভার্জিনিয়ার হারন্ডনে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। 

তিনি বলেন, লোকসভা নির্বাচনের পরে, ভারতে 'কিছু পরিবর্তন অবশ্যই ঘটেছে'। মানুষের মধ্য আতঙ্কের পরিবেশ কেটে গেছে। রাহুল গান্ধী বলেন, 'মিডিয়া এবং এজেন্সির চাপের কারণে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী জনগণের মধ্যে  ভয় আতঙ্ক তৈরি করেছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পর মুহূর্তে সেই আশঙ্কা দূর হয়ে গিয়েছে। মানুষের মনে ভয় ছড়িয়ে দিতে বিজেপির কয়েক বছরের পরিশ্রম অর্থ এক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে'।

IAF-র মহিলা অফিসারকে যৌন নির্যাতন, সিনিয়ার আধিকারিকের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, 'আমি সংসদে প্রধানমন্ত্রীকে আমার সামনে দেখছি এবং আমি বলতে পারি যে মোদীজির ৫৬ ইঞ্চি ছাতি, ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ, এই সবই এখন ইতিহাস হয়ে গেছে। '

'আমি তাদের প্রতি সহানুভূতিশীল'
রাহুল গান্ধী বলেন, 'ভারত ভাষা, ঐতিহ্য, ধর্মের মিলন। আমি নরেন্দ্র মোদীকে ঘৃণা করি না। আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত নই তবে আমি তাকে ঘৃণাও করি না, অনেক মুহুর্তে আমি তার প্রতি সহানুভূতি প্রকাশ করি।

ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে: রাহুল গান্ধী

কংগ্রেস সাংসদ বলেছেন, 'আমি বলতে পারি যে গত ১০ বছর ধরে ভারতীয় গণতন্ত্র প্রায় শেষ হয়ে  গিয়েছিল। কিন্তু আবার তা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে।  

আরএসএস ও বিজেপি ভারতকে ভাগ করেছে: লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, আমি মনে করি আমরা সফল হয়েছি তা হল রাগ ও ঘৃণার চিন্তার বিরুদ্ধে লড়াই করা। আমাদের বিরোধী আরএসএস এবং বিজেপি ভারতকে ভাগ করে ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা করেছিল। আমরা ভারত জোড়া যাত্রার মাধ্যমে 'প্রেম'  শব্দটি চালু করেছি। আমরা প্রধানমন্ত্রীর ওপর যে চাপ দিয়েছি তা এক কথায় নজিরবিহীন'।

সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে একগুচ্ছ শর্ত দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

বাংলাদেশের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক: রাহুল গান্ধী

বাংলাদেশ প্রসঙ্গে রাহুল বলেন, 'বাংলাদেশের  সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে। আমি মনে করি বাংলাদেশে চরমপন্থী কার্যকলাপ নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হব।

তিনি আরও বলেন, 'আমার মনে হয় না দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিজেপি নির্বাচনের আগে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। নির্বাচন কমিশন যা চেয়েছিল  তাই করছে। পুরো প্রচারপর্ব এমনভাবে তৈরি  করা হয়েছিল যাতে নরেন্দ্র মোদী সারা দেশে ঘুরে কাজ করেন। আমি এটাকে অবাধ নির্বাচন হিসেবে দেখছি না। "আমি এটাকে নিয়ন্ত্রিত নির্বাচন হিসেবে দেখছি।"

rahul gandhi modi
Advertisment