/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-01T212114.759.jpg)
সিধু বনাম ক্যাপ্টেন দ্বন্দ্বে বিড়ম্বনায় কংগ্রেস
হাইকমান্ডের দূতের সঙ্গে বৈঠক করলেন পাঞ্জাব কংগ্রেসের বেসুরো নেতা নভজ্যোত সিং সিধু। গত দু মাস যাবৎ কলহে মগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং সিধু। আগামি বছরের ভোটের আগে এই কলহে লাভ তুলতে পারে বিজেপি। সেই আশঙ্কায় দলের সভানেত্রী তিন নেতাকে তড়িঘড়ি পাঞ্জাব পাঠান। তাঁদের সঙ্গেই এদিন বৈঠক করেন পাঞ্জাব কংগ্রেসের এই বেসুরো নেতা।
এদিন সিধুর সঙ্গে বৈঠক করেন রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খারগে, জেপি আগরওয়াল এবং হরিশ রাওয়াত। বৈঠক শেষে সিধু বলেছেন, ‘দলের তৃণমূলস্তরের কর্মীদের দাবি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরেছি।‘ সংবাদ মাধ্যমকে তিনি জানান, হাইকমান্ডের আমন্ত্রনে আমি এই বৈঠকে যোগ দিয়েছি। পাঞ্জাবের মানুষের সমস্যা নিয়ে যা জানতে চেয়েছে, বলেছি। আমি নিশ্চিত করতে চাই জনগণের আওয়াজ যাতে হাইকমান্ড পর্যন্ত যায়। আমি তাঁদের দূত হয়েই এই বৈঠকে ছিলাম।‘
তিনি বলেন, ‘গণতন্ত্রের জনগণের ক্ষমতা সরকারে প্রতিফলিত হয়। তাঁদের করের টাকার সদ্ব্যবহার যাতে মানুষের উপকারে লাগে সেই কথাই বলেছি। আমি সত্যি বলতে এসেছিলাম। সেটাই বলেছি। সত্যিকে চাপা দেওয়া যায় কিন্তু তাকে হারানো যায় না।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন