রিজার্ভ ব্যাঙ্কের বহু আলোচিত সেন্ট্রাল বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে চলেছে সোমবার। এদিন মুম্বইয়ে এই বৈঠক শুরু হওয়ার আগেই টুইট বার্তায় আরবিআই গভর্নরকে সতর্ক করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল লিখেছেন, 'আশা করি উর্জিত প্যাটেল এবং তাঁর দলের মেরুদণ্ড রয়েছে'। নরেন্দ্র মোদী দেশের স্বাধীন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে নেমেছেন বলেও এদিন ফের আঙুল তোলেন সোনিয়া-পুত্র।
রাহুল টুইটে লিখেছেন, "মিঃ নরেন্দ্র মোদী এবং তাঁর সহচররা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার প্রচেষ্টা জারি রেখেছেন। আজ আরবিআই বোর্ড মিটিং-এ নিজের হাতের পুতুলদের মাঠে নামিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে ধ্বংস করতে চেষ্টা করবেন তিনি। আমার আশা, উর্জিত প্যাটেল ও তাঁর দলের মেরুদণ্ড রয়েছে এবং তাঁরা তাঁকে (মোদীকে) সে কথা বুঝিয়ে দেবে"।
প্রসঙ্গত, আজকের এই বৈঠক অত্যন্ত জরুরি। পরিচালনা এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে জারি থাকা একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা এদিনের বৈঠকে। রিজার্ভ ব্যাঙ্কের হাতে থাকা অতিরিক্ত উদ্বৃত্ত অর্থ কেন্দ্রকে দিয়ে দেওয়া হবে না কি তা কেন্দ্রীয় ব্যাঙ্কটির হাতেই থাকবে, এ বিষয়েও মীমাংসা হওয়ার কথা।
জানা যাচ্ছে, আজকের এই বৈঠকে কেন্দ্র চাইছে আরবিআই-এর প্রশাসনিক পদ্ধতি এবং যথোপযুক্ত 'ইকনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক' (অতিরিক্ত উদ্বৃত্ত অর্থ কার হাতে থাকবে)-এর বিষয়ে আলোচনা করতে। সূত্রের খবর, উভয় পক্ষই বৈঠকের আগে রীতিমতো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ৬ নভেম্বরই জানিয়েছিল যে কেন্দ্র ও আরবিআই সংঘাতের মূল কারণ ৩.৬ লক্ষ কোটি উদ্বৃত্ত অর্থের হাত বদলের সুপারিশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সুপারিশ ছিল, এই ৩.৬ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় কোষাগারে দিয়ে দেওয়া হোক। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের হাতে থাকা মোট অতিরিক্ত উদ্বৃত্ত ৯.৫৯ লক্ষ কোটি টাকার এক তৃতীয়াংশ অর্থাৎ ৩.৬ লক্ষ কোটি টাকার রক্ষক কে হবে এই নিয়েই মূলত কাজিয়া।
Read the full story in English