কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। ‘কলকাতার প্রধান সেবক হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য’। দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি পুরসভার ডেপুটি মেয়দ পদে শপথ নিয়েছেন অতীন ঘোষ।
পুরসভার চেয়ারপার্সন পদে শপথ নিয়েছেন মালা রায়। একইসঙ্গে শপথ নিয়েছেন মেয়র পারিষদ ও নবনির্বাচিত কাউন্সিলররাও। এদিন প্রথা ভেঙে পুরসভার লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম চেয়ারম্যান রাম প্যায়রে রাম।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার কলকাতা শাসনের ভার পেয়েছে তৃণমূল। পুরবোর্ড তৈরির পর আজ ছিল শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন নির্ধারিত সময়ে পুরসভার লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শপথবাক্য পাঠের সময়েই কলকাতাকে আরও উন্নতমানের গড়ে তোলার প্রতিশ্রুতি মেয়র ফিরহাদ হাকিমের। শপথ নিয়ে তিনি বললেন, ‘কলকাতার প্রধান সেবক হতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে পুরবোর্ড গড়েছেন। কলকাতাবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে।’
আরও পড়ুন- রাজ্যের ৪ পুরনিগমে নির্বাচন ২২ জানুয়ারি, হাওড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নয়
সবাইকে নিয়েই কাজ করতে চায় নয়া এই পুরবোর্ড, কাউন্সিলরদের নিজ-নিজ দায়িত্ব পালনের বার্তা মেয়রের। এপ্রসঙ্গে এদিন ফিরহাদ বলেন, ”কাউন্সিলররা নিজেদের দায়িত্ব পালন করবেন। সবাই নিজের ওয়ার্ডে কাজ করলে কলকাতা উন্নত হবে। আমরা সবাই একটাই টিম। নতুন টিম নিয়ে এগিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের মর্যাদা রাখব। এই শপথ নিয়ে চলার পথ শুরু হল।”