‘মুখ্যমন্ত্রীত্ব পদ আমাকে ছাড়ে না!' সামনেই রাজস্থান বিধানসভা নির্বাচন। তার আগে এমন মন্তব্য করে ফের একবার গুগলি ছুঁড়লেন অশোক গেহলট। রাজস্থানে কংগ্রেসের মাথাব্যাথার কারণ গেহলট-পাইলট দ্বন্ধ। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, অশোক গেহলট ও শচীন পাইলটের বিরোধ মিটে গেছে। এখন নির্বাচনের ময়দানের দলের ঐক্যবদ্ধ লড়াইতেই নজর দিতে প্রস্তুত দলীয় নেতারা।
চতুর্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নে গেহলট বলেছেন ‘আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়ছে না এবং সম্ভবত ছাড়বেও না’। তিনি বলেছিলেন যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আমাকে বারবার মুখ্যমন্ত্রী পদে বসাচ্ছেন নিশ্চয় তার কোনও কারণ রয়েছে’।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই বলছেন, আমি মনে করি না মুখ্যমন্ত্রীত্ব পদ আমাকে ছেড়ে যাবে। কিন্তু এই মন্তব্য থেকেই গেহলট স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী পদে তাঁর অধিকার। পাশাপাশি শচীন পাইলটের কাছে এটি এক পরোক্ষ সতর্কবার্তা বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
গেহলট এদিন আরও বলেন, রাহুল গান্ধীই একমাত্র নেতা যিনি সরাসরি মোদীর বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি বলেছেন, তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে বিরোধ মেটানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে। তবুও, গেহলট ধারাবাহিকভাবে পাইলটদের বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। তবে পাইলটের সঙ্গে কোন মতপার্থক্য নেই বলে জানিয়েছেন গেহলট।
বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি চালু থাকা সত্ত্বেও সিবিআই, ইডি নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে। এসব অভিযান অবলম্বে বন্ধের দাবি জানিয়েছে গেহলট বলেন, তদন্তের নামে বিরোধীদের নিশানা করার জঘন্য পরিকল্পনা জনগণ ক্ষমা করবে না।
নিজের দলে বিজেপি নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে অবিচারের ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ করেন গেহলট। তিনি বলেছেন, 'আমার জন্য বসুন্ধরা রাজাদের শাস্তি দিচ্ছেন কেন? তাদের প্রতি অবিচার করবেন না,'। শচীন পাইলটের সঙ্গে বিবাদের প্রশ্নে গেহলট বলেন, “এই মুহূর্তে শুধু জয় পাওয়াটাই লক্ষ্য”। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর কুর্সি তাঁকে ছাড়তে চাইছে না বলে ফের সংঘাত উস্কে দিলেন গেহলট।