Jharkhand coalition Government: ঝাড়খণ্ডের সরকার ফেলতে এক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। রবিবার এমন চাঞ্চল্যকর দাবি করেছেন এক কংগ্রেস বিধায়ক। ইন্ডিয়ান এক্সপ্রেসকে কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল কোঙারি বলেছেন, ‘একাধিকবার তিন জন অপরিচিত ব্যক্তি আমার কাছে এসেছিলেন। এক কোটি টাকা এবং মন্ত্রিত্বের প্রস্তাব নিয়ে।‘ এ প্রসঙ্গে উল্লেখ্য, কংগ্রেস এবং আরজেডির সমর্থনে ঝাড়খণ্ডে জোট সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সম্প্রতি সেই জোট সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেই এমন চাঞ্চল্যকর দাবি করেছেন নমন বিক্সাল।
তাঁর দাবি, ‘এক বেসরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে তিন জন আমার কাছে প্রস্তাব রাখেন। ওরা কংগ্রেসের কর্মী-সমর্থকদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি বারবার ওদের ফিরিয়ে দিই। কিন্তু আবার ঘুরেফিরে এসে আমাকে এক কোটির বেশি নগদ উপহারের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি আমাদের প্রদেশ সভাপতি আলমগির আলম এবং এআইসিসির তরফে দায়িত্বপ্রাপ্ত আরপিএন সিংকে অবগত করি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজিকেও আমি অভিযোগ জানিয়েছি।‘
এখানেই শেষ নয়। নমন বিক্সাল আরও বলেন, ‘নগদের পাশাপাশি আমাকে মন্ত্রিসভার সদস্য করার প্রস্তাব দেওয়া হয়। এমনকি আদিবাসী ও সংখ্যালঘু আন্দোলনে আমাদের দাবি-দাওয়াকে সম্মান দেওয়া হবে। এমন প্রস্তাব দেন ওই তিন জন। ওরা বিজেপি থেকে এসেছে এভাবেই পরিচয় দিয়েছিল। যদিও বিজেপির পরিচিত কোনও নেতা বা কর্মী এই ব্যাপারে আমাকে যোগাযোগ করেনি।‘
তবে যারা গ্রেফতার হয়েছে, তাঁরাই সেই তিন জন কিনা নিশ্চিত করতে পারেননি ওই কংগ্রেস বিধায়ক। যদিও এই বিষয়ে কংগ্রেস নেতা আরপিএন সিং এবং হেমন্ত সোরেন সংবাদ মাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। শনিবার অভিষেক দুবে, অমিত সিং এবং নিবারণ প্রসাদ সিং গ্রেফতার হয়েছেন। গত সপ্তাহেই রাঁচি কতোয়ালি থানায় কংগ্রেস বিধায়ক কুমার জয়মাঙ্গার অভিযোগের ভিতিত্তে এফআইআর দায়ের হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন