Advertisment

অর্থ-মন্ত্রিত্বের টোপ দিয়ে বিজেপিতে যোগদানের প্রস্তাব: AAP সাংসদ

Punjab Poll 2022: সাংসদ ভগবন্ত মানের দাবি, ‘কত টাকা পেলে আমি বিজেপিতে যোগ দেব জানতে চাওয়া হয়েছিল।'

author-image
IE Bangla Web Desk
New Update
AAP MP, Punjab Poll, BJP

আপ সাংসদ ভগবন্ত মান।

Punjab Poll 2022: আপ বিধায়ক এবং সাংসদকে ভাঙানোর গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠলো। রবিবার এই অভিযোগ করলেন পদ্ম শিবির থেকে প্রস্তাব পাওয়া সাংসদ ভগবন্ত মান। পঞ্জাবের এই সাংসদের অভিযোগ, ‘প্রবীণ এক বিজেপি সাংসদ তাঁকে অর্থ এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছেন। এমনকি, রাজ্যের আপ বিধায়কদের দলে টানতে চাইছে বিজেপি।‘

Advertisment

সাংসদ ভগবন্ত মানের দাবি, ‘কত টাকা পেলে আমি বিজেপিতে যোগ দেব জানতে চাওয়া হয়েছিল। এমনকি, পঞ্জাব থেকে যেহেতু আমি একমাত্র আপ সাংসদ, তাই দলবদলে আইনি বাধা থাকবে না। এমনকি পছন্দসই মন্ত্রিত্ব মোদি সরকারের থেকে সুপারিশ করতে পারব আমি।‘

তবে এই প্রস্তাবের কাছে নতিস্বীকার করেননি ওই আপ সাংসদ। তিনি জানিয়েছেন, ‘গেরুয়া নেতৃত্বকে লক্ষ্য স্পষ্ট করে দিয়েছি। যেভাবেই হোক পঞ্জাবে আপকে ক্ষমতায় আনব। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না।‘

এদিকে, আসন্ন পাঞ্জাব ভোটে জোট বেঁধে লড়াইয়ের জন্য ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিজেপি। এছাড়া, দলত্যাগী অকালি দলের নেতা সুখদেব সিং ধিন্দসার সঙ্গেও কথা এগিয়েছে। শনিবার এই দাবি করেছেন অমিত শাহ। কানাঘুষো খবর, কৃষি আইন নিয়ে সংঘাতের জেরে এনডিএ ভেঙে বেরিয়ে যাওয়া শিরমণি অকালি দলের সঙ্গেও আলোচনা করছেন গেরুয়া নেতৃত্ব।

সর্বভারতীয় এক সংবাদপত্রগোষ্ঠীর আলোচনাসভায় গিয়ে অমিত শাহ বলেছেন, ‘ক্যাপটেন সাহেব ও ধিন্দসাজির সঙ্গে আলোচনা চলছে। হয়তো আমাদের জোট হবে। কৃষি আইন বাতিল করে বড় মনের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকরা ওই আইনে কোনও সুবিধা না দেখায় তা প্রত্যাহার করে কৃষকদের আন্দোলনে ইতি টানার পরামর্শ দিয়েছেন মোজীজি। আমি মনে করি না পাঞ্জাবে কৃষক আন্দোলন কোনও ইস্যু হবে। অন্যান্য নানা ইস্যুকে সামনে রেখেই ভোট হবে।’

গত প্রায় এক বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন কৃষকরা। গত মাসেই ওই আইন বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরে চলতি শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিল করেছে সরকার। কংগ্রেস ছাড়লেও কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, কৃষি আইন বাতিল করলেই পদ্ম শিবিরের সঙ্গে তাঁর দলের জোট সম্ভব। কারণ এই আন্দোলনের অন্যতম শরিক পাঞ্জাবের কৃষকরাই। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার আইন বাতিল করায় ক্যাপটেনের দলের সঙ্গে বিজেপির জোটের পথ প্রশস্থ হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab Poll 2022 Cabinet Birth AAP MP bjp
Advertisment