Advertisment

'তৃণমূলকে ঝেঁটিয়ে পরিষ্কার করবো', নন্দীগ্রাম থেকে হুঙ্কার শুভেন্দুর

৮ই জানুয়ারি নন্দীগ্রামে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতৃত্ব দান নিয়ে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর বিবাদ চরমে। সেই নন্দীগ্রামেই আজ সভা করেন বিজেপি নেতা শুভেন্দু। নন্দীগ্রামই দাঁড়িয়েই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে জোড়া-ফুল শিবিরকে নিশানা করে হুঙ্কার দেন তিনি। সাফ জানান, কাঁথি সহ গোটা বাংলা  থেকে 'তৃণমূলকে ঝেঁটিয়ে পরিষ্কার' করা হবে। ৮ই জানুয়ারি নন্দীগ্রামে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে ঘোষণা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Advertisment

নন্দীগ্রামে কী বলেছেন শুভেন্দু?

* 'আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার।'

* 'ভয় পেয়েই হামলা চালিয়েছে তৃণমূল, কাঁথিতে তৃণমূলকে ঝেঁটিয়ে পরিস্কার করে দেবে। সবে শুরু। আস্তে আস্তে ভাঙবে তৃণমূল।'

* 'এবার বিজেপির সভায় যাওয়ার সময় ওরা হামলা করলে বসে পড়বেন। আমার বলবেন। আমি যাবো। তারপর দেখা যাবে কে কত হামলা করে।'

* 'সামনে থেকে লড়াই করবো।'

* 'বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই ঢোকার পর দরজা বন্ধ, মুখও বন্ধ, আর একটা চৌকাট পেরোলে তোলাবাজ ভাইপো।'

* 'তোলাবাজ ভাইপো বলেছিলো নিজের বাড়িতে পদ্ম ফোটাকতে পারে না। আজই কাঁথির সভায় বিজেপিতে যোগ দেবেন সৌম্যেন্দু অধিকারী। ১৫-১৬ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিচ্ছিলেন। কাঁথিতে তৃণমূল গেল।'

* '৮ তারিখ নন্দীগ্রামে শক্তি দেখাবো। এক লক্ষের বেশি মানুষের ভিড় হবে।'

publive-image নন্দীগ্রামে বিজেপির প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী।

খড়দা হোক নন্দীগ্রাম, একের পর এক সভায় যুব তৃণমূল সভাপতি ও প্রাক্তন দলকে নিশানা করছেন শুভেন্দু। কখনও চ্যালেঞ্জ, আবার কখনও হুঁশিয়ারি ছুড়ছেন। তৃণমূল-শুভেন্দু অধিকারী দ্বন্দ্বে বছরের শুরুর দিনেই তপ্ত বঙ্গ রাজনীতি। নন্দীগ্রামের পর অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন শুভেন্দু।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari tmc
Advertisment