মমতা সরকারের কর্মসংস্থানের দাবি উড়িয়ে ‘আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’— কর্মসূচির সূচনা করল বঙ্গ বিজেপি। ক্ষমতায় আসার আগেই রাজ্যব্যাপী চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে বিজেপি। বাংলা দখলের পর পাঁচ বছরে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে কাজে নিয়োগ করা হবে বলে দাবি গেরুয়া শিবিরের। ২১-এর ভোটকে পাখির চোখ করেই গেরুয়া শিবিরের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল জমানায় বাংলায় বেকারত্ব বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দেন। এরপরই চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘোষণা করেন সৌমিত্র খাঁ। বলেন, 'আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়োগ হবে। ফলে বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।'
বেকারত্ব সমস্যা নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তুলে মুকুল রায় বলেন, 'বিগত কয়েক বছর ধরে বাংলায় শিল্প সম্মেলন হয়েছে। কিন্তু বিনিয়োগ হয়নি। শুধু চপ শিল্প হয়েছে। যেসব শিল্প ছিল সেগুলোও সিন্ডিকেটরাজের চাপে চলে গিয়েছে। '
এরপরই রাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় আয়-ব্যায়ের খতিয়ান দাবি করেন বিজেপির সহ সভাপতি। দলীয় সভাপতি বা অন্য শীর্ষ নেতৃত্বের মুখে ভিন্ন সুর শোনা গেলেও বর্তমান পরিস্থিতিতে বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি প্রয়োজন রয়েছে বলে ফের দাবি করেন মুকুল রায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন