scorecardresearch

‘মিনি পাকিস্তান’ প্রশ্নে ‘লাভ জিহাদের’ উত্তরেই বাজিমাত! সুক্ষ ‘রাজনৈতিক চালে’ কোনঠাসা বিজেপি  

‘বিজেপি নেতাদের মেয়েদের ক্ষেত্রে প্রেম, অন্যদের ক্ষেত্রে জিহাদ’, ভয়ঙ্কর কটাক্ষ মুখ্যমন্ত্রীর

bhupesh baghel, bjp love jihad, interfaith marriage, hindu muslim marriage, indian express
‘বিজেপি নেতাদের মেয়েদের ক্ষেত্রে প্রেম, অন্যদের ক্ষেত্রে জিহাদ’, লাভ জিহাদ ইস্যুতে বিজেপিতে তুলোধোনা

দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। তালিকায় বাদ নেই ছত্তিশগড়ের নামও!  একদিকে বিজেপি ছত্তিশগড়কে ‘মিনি পাকিস্তান’ বলে কটাক্ষ করেছে। অন্যদিকে বিজেপিকে নিশানা করে বড় প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি নেতাদের মেয়েরা যদি কোন মুসলমানকে বিয়ে করে তাহলে সেটা প্রেম, আর অন্য কেউ করলে সেটা জিহাদ? আসলে ছত্তিশগড়ের বেমেতারার ঘটনার পর রাজনীতি থামার নামই নিচ্ছে না। শনিবার বিরানপুর গ্রামে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এক যুবক নিহত হওয়ার পর সরকারকে নিশানা করেছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ।

উল্লেখ্য যে, বেমেতারা জেলার বিরানপুর গ্রামের ঘটনা প্রসঙ্গে ছত্তিশগড় বিজেপির রাজ্য সভাপতি অরুণ সা বলেছিলেন যে কংগ্রেসের আমলে রাজ্যে লাভ জিহাদের ঘটনা ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, ‘এসবই ঘটছে ভূপেশ বাঘেল সরকারের পৃষ্ঠপোষকতায়’। ভূপেশ বাঘেলের ‘সংবেদনশীল সরকার’কে কটাক্ষ করে তিনি বলেন, ‘রায়পুর থেকে বেমেতারার দুরত্ব ১০০ কিলোমিটার! গ্রামে অশান্তির পর একবারের জন্যও আসেন নি ভূপেশ বাঘেল, তিনি ছত্তিশগড়কে তালেবানে শাসনে পরিণত করছেন।

এরপরই বিলাসপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাঘেল বলেন, ‘বিজেপির লোকেরা লাভ জিহাদের কথা বলে। ‘বিজেপি নেতাদের মেয়েরা যদি কোন মুসলমানকে বিয়ে করে তাহলে সেটা প্রেম, আর অন্য কেউ করলে সেটা জিহাদ?’ বেমেতারার হিংসার ঘটনায় উঠে এসেছে লাভ জিহাদের তত্ত্ব। এবার এ নিয়ে বিজেপিকে নিশানা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: If bjp leaders daughters marry muslims they call it love but when others do so its dubbed as jihad chhattisgarh cm