Advertisment

Congress On Modi: মণিপুর নয় কেন? মোদীর অসম সফরের মাঝেই কংগ্রেসের খোঁচা

পবন খেরার পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশও মণিপুর সফরে না গিয়ে অসম সফরের জন্য মোদীকে নিশানা করেছেন। তিনি লিখেছেন," প্রধানমন্ত্রীর মণিপুরে নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। মোদী রোড শো' করতে গুয়াহাটিতে যেতে পারেন কিন্তু তিনি ইম্ফলে যাওয়ার সময় পাচ্ছেন না"।

author-image
IE Bangla Web Desk
New Update
pawan khera"," manipur"," narendra modi"," pm modi in assam"," himanta biswa sarma"," pawan khera on pm modi Assam visit"," pm modi in Assam"," pm modi Assam visit"," pm narendra modi in Assam"," Manipur violence"

পবন খেরার পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশও মণিপুর সফরে না গিয়ে অসম সফরের জন্য মোদীকে নিশানা করেছেন। তিনি লিখেছেন," প্রধানমন্ত্রীর মণিপুরে নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। মোদী রোড শো' করতে গুয়াহাটিতে যেতে পারেন কিন্তু তিনি ইম্ফলে যাওয়ার সময় পাচ্ছেন না"।

মণিপুর নয় কেন? মোদীর অসম সফরের মাঝেই প্রশ্ন তুলে কটাক্ষ করলেন প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, প্রতিবেশী রাজ্য মণিপু্রে না গিয়ে অসম সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য মোদীকে কটাক্ষ করেছেন তিনি। গত বছরের মে মাস থেকে জাতিগত সংঘাতে উত্তপ্ত মণিপুর।

Advertisment

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তিনি সোমবারের গুয়াহাটি এবং ইম্ফলের মধ্যে উপলব্ধ বিমানের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, সেই সঙ্গে তাতে রয়েছে ভাড়ার উল্লেখও।তিনি লিখেছেন, প্রিয় মোদীজি। হিমন্ত বিশ্ব শর্মা যদি আপনার জন্য একটি হেলিকপ্টার বুকিং করেন তাহলে ভাল। অন্যথায় আগামীকাল গুয়াহাটি এবং ইম্ফলের মধ্যে বিমানের তালিকা এই পোস্টে তুলে ধরা হয়েছে। প্রয়োজন হলে দয়া করে আমাদের জানান।"

পবন খেরার পাশাপাশি কংগ্রেস নেতা জয়রাম রমেশও মণিপুর সফরে না গিয়ে অসম সফরের জন্য মোদীকে নিশানা করেছেন। তিনি লিখেছেন," প্রধানমন্ত্রীর মণিপুরে নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন। মোদী রোড শো' করতে গুয়াহাটিতে যেতে পারেন কিন্তু তিনি ইম্ফলে যাওয়ার সময় পাচ্ছেন না"। অন্যদিকে, ইম্ফল থেকে শুরু হওয়া তাদের চলমান 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-তে, দলের সাংসদ রাহুল গান্ধী বারবার বলেছেন বিজেপি সারা দেশে অবিচার করছে এবং গ্র্যান্ড ওল্ড পার্টি "ন্যায়" আনার লক্ষ্যে দেশজুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার ডাক দিয়েছে'।

প্রধানমন্ত্রী রবিবার অসমে ১১, ৬০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প চালু করেছেন। শনিবার তিনি গুয়াহাটিতে পৌঁছান এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তাকে স্বাগত জানান। গত বছরের মে মাস থেকে, উত্তপ্ত মণিপুর। জাতিগয় হিংসায় প্রাণ গিয়েছে কমপক্ষে ১৮০ জনের।

Manipur modi
Advertisment