Advertisment

চাইলে মধ্যপ্রদেশেও সরকার ফেলে দেব, কংগ্রেসকে হুমকি বিজেপি-র

মধ্যপ্রদেশের বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩০। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১৪। সমাজবাদী পার্টি, বিএসপি এবং ৪ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে কংগ্রেসের সরকার টিঁকে রয়েছে। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৯।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal BJP Chintan Shibir Durgapur

দুর্গাপুরে বিজেপির চিন্তন শিবির।

কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের পতনের পরের দিনই মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফেলে দেওয়ার হুমকি দিল বিজেপি। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কমলনাথের উদ্দেশে বুধবার বলেন, যদি তাঁদের দলের নেতৃত্ব ক্ষমতা দখল করতে চান, তাহলে কংগ্রেসের রাজ্য সরকার একদিনও টিঁকবে না।

Advertisment

এদিন কমলনাথ একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সম্পর্কে বলতে উঠলে ভার্গব তাঁকে বলেন," যদি আমাদের দলের ১ অথবা ২ নম্বর চান, তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে মধ্যপ্রদেশের সরকার পড়ে যাবে।" বিরোধী দলনেতার এমন মন্তব্যের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, তিনি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে প্রস্তুত। প্রয়োজনে আস্থা ভোট হলেও কংগ্রেসের আপত্তি নেই। ভার্গবের উদ্দেশে তিনি বলেন, "আপনার দলের ১ এবং ২ নম্বর ব্যক্তি অত্যন্ত স্মার্ট। তাঁরা মধ্যপ্রদেশের সুস্থিতি নষ্ট করতে চাইবেন না।" কমলনাথ অভিযোগ করেন, বিজেপি প্রমাণ করতে চাইছে যে রাজ্য সরকার দুর্বল। স্পিকার মনে করলে আস্থা ভোট হোক। সেখানে নিশ্চিতভাবেই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হবে।

আরও পড়ুন, কর্ণাটকে সরকার গড়ার দাবি বিজেপির, জট কাটিয়ে মুখ্যমন্ত্রী ফের ইয়েদুরাপ্পা?

যদিও বিরোধী দলনেতার মন্তব্য সম্পর্কে রাজ্য বিজেপির অন্দরেই দ্বিমত রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন জানান, এখনই কমলনাথের সরকারকে বিপদে ফেলার অভিপ্রায় তাঁদের নেই। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইঙ্গিতবাহী মন্তব্য, "এখন না হলেও পরে কখনও এমন পরিস্থিতি যে আসবে না, তা বলা সম্ভব নয়।"

মধ্যপ্রদেশের বিধানসভায় মোট আসনসংখ্যা ২৩০। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১৪। সমাজবাদী পার্টি, বিএসপি এবং ৪ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে কংগ্রেসের সরকার টিঁকে রয়েছে। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৯। এর মধ্যে ঝাবুয়ার বিধায়ক গুমানসিং দামোর রাতলান লোকসভা থেকে জিতে সংসদে যাওয়ায় ওই আসনটিতে উপনির্বাচন হবে। লোকসভা নির্বাচনে রাজ্যের ২৯টি আসনের মধ্যে একটি বাদে সবকটিতেই জয় পেয়েছিল বিজেপি।

Read the full story in English

CONGRESS bjp
Advertisment