মহা সংকট মহারাষ্ট্রে। যেভাবে একনাথ শিন্ডে শিবিরে একের পর এক শিবসেনা বিধায়কেরা ভিড়ছেন, তাতে সরকার টিকিয়ে রাখাই এখন মস্ত চ্যালেঞ্জ উদ্ধব ঠাকরেদের কাছে। এই পরিস্থিতিতে এবার ঢোক গিলতে শুরু করেছেন শিবসেনার দাপুটে নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতও। 'প্রয়োজনে শিবসেনার কর্মীরা রাস্তায় নামবেন', কেন একথা রাউতের মুখে?
গুয়াহাটির হোটেলে বসেই মহারাষ্ট্রে সরকার ফেলার প্যাঁচ কষছেন শিবসেনার বিদ্রোহী নেতাদের প্রধান একনাথ শিন্ডে। ইতিমধ্যেই কম-বেশি প্রায় ৪০ শিবসেনা বিধায়ককে ভাঙিয়ে এনেছেন তিনি। সঙ্গে ৮-৯ জন নির্দল বিধায়ক ছাড়াও অন্য দল থেকেও কয়েকজন বিধায়ক রয়েছেন বলে দাবি শিন্ডে শিবিরের। শীঘ্রই উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়ে আরও কয়েককজন সেনা বিধায়কও তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জোরালো দাবি করেছেন শিন্ডে নিজে।
আরও পড়ুন- আরও ধাক্কা উদ্ধবের, শিণ্ডে শিবিরে একাধিক সেনা সাংসদ ও ৪০০ কর্পোরেটর
এক কথায় মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এবার এক নজিরবিহীন সংকট তৈরি হয়েছে। এতদিন উদ্ধব ঠাকরের অন্যতম ঘনিষ্ঠ নেতা তথা সেনা সাংসদ সঞ্জয় রাউত বুক ফুলিয়ে বলছিলেন, ''শিন্ডে যাই বলুন, বিধানসভায় বিধায়কদের প্রয়োজনীয় সংখ্যা দেখাতে পারবেন উদ্ধব, তিনিই থাকবেন মুখ্যমন্ত্রী।'' যদিও এবার সেই রাউতের গলাতেই ভিন্ন সুর। রাজ্যের টালমাটাল রাজনৈতিক সংকট প্রসঙ্গে এবার সেনা সাংসদ বললেন, ''প্রয়োজনে শিবসেনার কর্মীরা রাস্তায় নামবেন''।
আরও পড়ুন- চার্টার্ড বিমানেই খরচ ৫০ লক্ষ! শিন্ডেদের বিদ্রোহের নেপথ্যে কোটি কোটি টাকার খেলা
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এতদিন শিন্ডের কতৃত্বকে নাকচ করে নিজেদের পক্ষের বিধায়কদের মনোবল চাঙ্গা রাখার কৌশল নিয়েছিলেন রাউত। তবে সময় যত এগোচ্ছে মারাঠা রাজনীতির ছবিটাও ততই বদলাচ্ছে। শিবসেনার ঘর তো ভাঙছেই, একে-একে নির্দল বিধায়কেরাও শিন্ডে সখ্যতায় পা বাড়াচ্ছেন। এমনকী ছোট দল থেকেও কয়েকজন বিধায়ক নাকি শিন্ডে শিবিরে নাম লিখিয়েছেন। এতেই আরও ব্যাকফুটে উদ্ধব শিবির। এবার তাই কর্মীদেরই প্রবল বিরোধিতার জন্য চাঙ্গা রাখার পথ ধরেছেন রাউতরা।