'আমার গ্রেফতারি বেআইনি…', মদ কেলেঙ্কারির মামলায় দিল্লির আদালতে হাজির হয়েই 'বোমা' ফাটালেন কেসিআর কন্যা কে কবিতা।
দিল্লি আবগারি নীতি সম্পর্কিত আর্থিক তছরূপ মামলায় ইডি বেশ কয়েকটি প্রাঙ্গনে তল্লাশির পর গ্রেফতার করেছে কে কবিতাকে। গ্রেফতারের পর তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। এদিন তাকে আজ রাউজ এভিনিউ আদালতে পেশ করা হয়। এই সময়ে নিজেকে কার্যত নির্দোষ বলে দাবি করেন তিনি। কবিতা বলেছেন তার গ্রেফতারি বেআইনি এবং তিনি এর জন্য আদালতে লড়াই চালিয়ে যাবেন।
শুক্রবারই ইডির হাতে গ্রেফতার হয় কেসিআর কন্যা কবিতা। আদালতে হাজিরার সময় কে কবিতা গ্রেফতারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেন। তিনি বলেন, 'আমার গ্রেফতারি বেআইনি, আমরা এই নিয়ে আদালতে লড়াই যাব,"।
কে কবিতার আইনজীবী ইডির গ্রেফতারিকে 'ভুল' বলে উল্লেখ করে বলেন, "যখন সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন তখন কবিতাকে কীভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব? ইডি নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল কবিতাকে গ্রেফতার করা হবে না। এমন পরিস্থিতিতে দাবি করা হয় এই গ্রেফতারি বেআইনি এবং ক্ষমতার অপব্যবহার৷ "তিনি বলেন, ইডি-র পুরো পদক্ষেপই ভুল। "কবিতাকে হয়রানি করার জন্যই এই তাকে গ্রেফতার করা হয়েছে।"