Advertisment

দিল্লি, পাঞ্জাব ডুবিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ, কী বলল কেজরিওয়াল সরকার?

হরিয়ানা সরকারের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন....

author-image
IE Bangla Web Desk
New Update
delhi floods, delhi rains, delhi news, Punjab floods, Punjab rains, Punjab flood politics, indian express

বন্যা নিয়ে হরিয়ানা ও দিল্লির মধ্যে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। দিল্লি বিজেপির পর এবার হরিয়ানার বিজেপি নেতারাও কেজরিওয়াল সরকারকে নিশানা করছেন। দিল্লির বন্যা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছেই। একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বন্যার জন্য হরিয়ানা সরকারকে দায়ী করছেন। অন্যদিকে, বিজেপি নেতারা এর জন্য আপ সরকারের উদাসীনতাকেই দূষেছেন। এবার সামনে এসেছে হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দালালের বক্তব্যও।

Advertisment

তিনি দিল্লির বন্যার কারণ হিসাবে অবৈধ দখলদারিকেই দায়ি করেছেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দিল্লিকে ডুবিয়ে দেওয়ার পেছনে অবৈধ দখলদারিত্ব সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে’। কৃষিমন্ত্রী জেপি দালাল বলেছেন, ‘আম আদমি পার্টির নেতারা আজেবাজে কথা বলেন। তাদের রাজনৈতিক প্রতিশ্রতিও মিথ্যা। আম আদমি পার্টি বন্যায় তার দায় এড়াচ্ছে। দিল্লিকে ডুবতে দিতে যতটা অবৈধ দখলদারিত্বের অবদান, সেই অবদান আর কারুর নেই'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যমুনার জল ছাড়ার জন্য হরিয়ানা সরকারকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন, তখন খট্টর সরকারের মন্ত্রী কানওয়ার পালের প্রতিক্রিয়াও সামনে এসেছে। তিনি বলেছেন, “হাতিনিকুন্ড ব্যারেজের একটা নির্দিষ্ট জল ধরে রাখার ক্ষমতা আছে। তার বাইরে বেশি জল ধরে রাখা হলে বড় ধরনের ক্ষতি হতে পারে”। আপের অভিযোগ হাতিনিকুন্ড ব্যারেজ থেকে জল দিল্লিতে পাঠানো হচ্ছে, অন্যদিকে উত্তরপ্রদেশ শুকিয়ে যাচ্ছে।

অন্যদিকে, হরিয়ানা সরকারের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন যে কেজরিওয়ালের কাছে যখন কোনও উত্তর থাকে না, তখন হরিয়ানা তার স্বপ্নে আসে। তা জলের সমস্যা, দূষণ বা অন্য কোনও সমস্যা। ব্যাপারেই.. ‘বন্যা নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়’।

delhi Punjab Kejriwal
Advertisment