ভোটের মরশুমে উত্তর প্রদেশ ও পঞ্জাবের ২৫ বিজেপি নেতা পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। উত্তর প্রদেশে অখিলেশ যাদবের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এসপিএস বাঘেলকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জেড-শ্রেণির ক্যাটাগরির দেওয়া হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে বাঘেলের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছিল। সম্প্রতি মৈনপুরিতে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে পাথর ছোড়ার পরেই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, নির্বাচনের সময় বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে সোচ্চার কংগ্রেস। আতঙ্ক তৈরি করতেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে বলে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতারা।
নির্বাচনের মরশুমে উত্তর প্রদেশ ও পঞ্জাবের ২৫ বিজেপি নেতা পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। সূত্র মারফত জানা গিয়েছে, পঞ্জাবে এমন বেশ কয়েকজন বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে, যাঁরা সদ্য অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর প্রদেশের বিজেপি নেতা এসপিএস বাঘেল। তিনি বর্তমানে মৈনপুরীর কারহাল কেন্দ্র থেকে অখিলেশ যাদবের বিরুদ্ধে দলের প্রার্থী হয়েছেন। বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার পরপরই তাঁর নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্র। এখন জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হচ্ছে তাঁকে।
নির্বাচনের মরশুমে উত্তর প্রদেশের ভাদোহীর বিজেপি সাংসদ রমেশ চন্দ বিন্দ পেয়েছেন কেন্দ্রীয় X ক্যাটাগরির সুরক্ষা। একইভাবে দিল্লির সাংসদ হনস রাজ হনস পঞ্জাবে নির্বাচনের প্রচারে গেলে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন বলে জানানো হয়েছে। এই তিনজনকে বাদ দিয়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওয়াই এবং ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির প্রাক্তন সহযোগী নিমিশা মেহতা সহ বেশ কিছু নেতা।
আরও পড়ুন- ভোটপ্রচারে কংগ্রেসকেই কার্যত আপের বাপ বানিয়ে ছাড়লেন মোদী
এই তালিকার অন্যতম কয়েকজন নেতা হলেন, অবতার সিং জিরা, সর্দার দিদার সিং ভাট্টি, সর্দার কানওয়ার বীর সিং তোহরা, সর্দার গুরপ্রীত সিং ভাট্টি, সর্দার হরিওত কামাল, সুখবিন্দর সিং বিন্দ্রা এবং পারমিন্দর সিং ধীন্ডসা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় এই নেতাদের উপর হুমকির আশঙ্কা রয়েছে।
ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টের পরেই তাঁদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সূত্রের খবর, পাঞ্জাবে নিরাপত্তা দেওয়া হয়েছে এমন অনেক নেতাই সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রের এক কর্তা বলেন, "তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলেন। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে ওই ব্যক্তি চিঠি লেখেন।''
Read full story in English