Advertisment

ED Issues Summons to Mahua Moitra: বিরাট বিপাকে মহুয়া মৈত্র, সিবিআইয়ের পর এবার ইডির খাঁড়া

ফেমা মামলায়, ইডি মহুয়া মৈত্রকে ১৯ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
FEMA contravention case, FEMA case, Mahua Moitra, Nishikant Dubey, Indian express news, current affairs

মহুয়া মৈত্র

নগদের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা কাণ্ডে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এবার বিরাট বিপাকে পড়তে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে সমন জারি করেছে এবং তাকে আগামী সপ্তাহে হাজির হতে বলেছে। বৃহস্পতিবার সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

Advertisment

ইডি সূত্রে জানা গিয়েছে ৪৯ বছর বয়সী মহুয়া মৈত্রকে ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে। সূত্র জানিয়েছে ওই দিন মহুয়া মৈত্র ইডি দফতরে হাজির হলে তার বিবৃতি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) অধীনে রেকর্ড করা হতে পারে। পাশাপাশি তাঁর বিরুদ্ধেও তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

আরও পড়ুন : < Farmers Protest: কৃষকদের সঙ্গে তৃতীয় বৈঠকে মিলল সমাধানসূত্র? কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী? >

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ নিশিকান্ত দুবে মৈত্রর বিরুদ্ধে লোকসভায় ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ করেছিলেন। তিনি প্রাক্তন সাংসদের বিরুদ্ধে আর্থিক ফায়দার জন্য জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই ইস্যুতে মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী এবং প্রাক্তন লোকসভা সাংসদ মহুয়া মৈত্র হাউসে তাঁর বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সিবিআইকে তার উত্তর পাঠিয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সিবিআই প্রতিক্রিয়াটি খতিয়ে দেখছে যার পরে এটি লোকপালের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হবে। লোকপালের নির্দেশে মৈত্রর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুন : < Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের >

এই মামলায় সিবিআই আইনজীবী জয় অনন্ত দেহদরাই এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। ঘটনাচক্রে, সেদিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করেছে। দিল্লির আফগারি নীতি কেলেঙ্কারিতে ১০০ কোটি টাকার ঘুষের অভিযোগে AAP নেতৃত্বের বিরুদ্ধে চলমান তদন্তের জন্য কেজরিওয়ালকে তলব করা হয়েছে।

Mohua Moitra
Advertisment