মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধীরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন । সংসদের উভয় কক্ষে সাংসদরা মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের দাবিতে অনড়। বিরোধী দলগুলি সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে।
মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধী দল এবং সরকারের মধ্যে অব্যাহত অচলাবস্থায়, সংসদের উভয় কক্ষ আজ মুলতবি করা হয়েছে। রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত এবং লোকসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়েছে। লোকসভায়, স্পিকার ওম বিড়লা বিরোধীদের দাবির প্রসঙ্গে বলেন, 'হাউস মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কে প্রতিক্রিয়া জানাবে তা বিরোধীরা সিদ্ধান্ত নিতে পারে না'।
বিরোধী-ফ্রন্ট 'ইন্ডিয়া' এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদরা আজ সংসদে গান্ধী মূর্তির কাছে পৃথক ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিরোধীরা সংসদে মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন। অন্যদিকে বিজেপির সাংসদরা রাজস্থানে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছে।
প্রায় তিন মাস হতে চলল মণিপুরে তুঙ্গে হিংসা। এরই মধ্যেই এক ভিডিও শোরগোল ফেলেছে দেশজুড়ে। চাঞ্চল্যকর এক ভিডিও কাণ্ডে মুখ পুড়েছে মোদী সরকারের। তড়িঘড়ি নীরবতা ভেঙে বিবৃতি দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী মোদী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় দু’জন মহিলাকে জোর করে রাস্তা দিয়ে রীতিমতো ছোটাচ্ছেন একদল যুবক। দাবি, ওই দুই মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের দু’জনকে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এরপর নড়েচড়ে বসে কেন্দ্রের মোদী সরকার। দাবি ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার হয়েছে মণিপুরেরই এক মন্ত্রী।
মণিপুর ইস্যুতে বিরোধীরা সরকারকে কোণঠাসা করে রাখাতে মরিয়া। বাদল অধিবেশনের তৃতীয় দিনে মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। সম্প্রতি গঠিত বিরোধী জোট 'ইন্ডিয়া' সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে, উভয় কক্ষে প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের ঘটনা প্রসঙ্গে বক্তব্যের দাবিতে।
ভিডিও কাণ্ডে এবার প্রতিক্রিয়া দিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র ঘটনাটিকে “নৃশংস” এবং “ভয়ঙ্কর” বলে অভিহিত করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেদিনের হয়রানির স্বীকার হওয়া মহিলাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ হাজারের এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই হামলাকে “লজ্জাজনক” বলে নিন্দা করেছেন এবং কঠোর ‘পদক্ষেপের’ প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে ইণ্ডিয়া জোটের নেতৃত্ব যখন মণিপুর হিংসা নিয়ে সরব, মোদীর বিবৃতির দাবিতে অনড় ঠিক তখনই ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজস্থানের সাংসদরা আজ রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কংগ্রেস শাসিত এই রাজ্যে চলতি বছরের শেষের দিকেই নির্বাচন। এর মাঝেই গেহলট সরকারের অস্বস্তি বাড়িয়ে রাজ্যে নারী নিগ্রহ নিয়ে সরব হন দলের বিধায়ক রাজেন্দ্র গুদ্ধা।