Advertisment

কেসিআরের মাটিতেই রণহুংকার মোদীর! কার বিরুদ্ধে তুললেন একের পর এক অভিযোগ?

১৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi and KCR

ছবি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেসিআর।

রবিবার তেলেঙ্গানার মেহবুবনগরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, মিথ্যা প্রতিশ্রুতি নয়। দক্ষিণের এই রাজ্য একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকার চায়। আর, সেজন্যই তেলেঙ্গানায় বিজেপির সরকার দরকার। একথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী রবিবার দক্ষিণের এই রাজ্যে ১৩,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Advertisment

এর আগে, সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বতন টুইটার)-এ এক বার্তায় মোদী তেলেঙ্গানার শাসকদল বিআরএসকে তীব্র আক্রমণ করেন। তিনি জানান, জনগণ কেসিআরের নেতৃত্বাধীন শাসক 'বিআরএস-এর দুর্বল শাসনব্যবস্থা' দেখে ক্লান্ত হয়ে পড়েছে। তেলেঙ্গানাবাসীর 'কংগ্রেসের প্রতিও সমান অবিশ্বাস' রয়েছে বলেই মোদী দাবি করেন। ওই দুটিকেই তিনি 'বংশবাদী দল' বলে বর্ণনা করেছেন।

কার্যত তারই পুনরাবৃত্তি করে, মেহবুবনগরের সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান যে, দুটি পরিবার পরিচালিত দল তেলেঙ্গানার উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। তাই নির্বাচনের মাধ্যমে তেলেঙ্গানায় পরিবর্তনের প্রয়োজন। একটি দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তে সৎ সরকারের দরকার। নরেন্দ্র মোদী অভিযোগ করেন, কেসিআরেরর বিআরএস এবং কংগ্রেস- উভয় দলই দুর্নীতি ও কমিশন নেওয়ার জন্য কুখ্যাত। এই দুই দল কৃষক প্রকল্পের অর্থকে নিজেদের কালো টাকা রোজগারের উপায় বানিয়েছে আর, কৃষকদের বঞ্চিত করেছে।

পাশাপাশি, মোদী দাবি করেন যে তেলেঙ্গানাবাসী সাম্প্রতিক বছরগুলোতে লোকসভা এবং রাজ্যসভায় বিজেপিকে শক্তিশালী করেছে। সভায় তিনি বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে তেলেঙ্গানার লোকেরা লোকসভা, বিধানসভা এবং নাগরিক নির্বাচনে বিজেপিকে শক্তিশালী করেছে। এখানে (সভায়) জড় হওয়া বিপুল জনতা প্রমাণ করে যে তেলেঙ্গানা পরিবর্তন চায়। তেলেঙ্গানা পরিবর্তন চায়, কারণ এটি একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকার চায়, মিথ্যা প্রতিশ্রুতি নয়। তেলেঙ্গানা এখন বিজেপি সরকার চায়।'

আরও পড়ুন- আধুনিক চিনের জন্মের আগেই বারবার বিদেশিদের বিরুদ্ধে প্রতিবাদ, কীভাবে রক্তাক্ত হয়েছিল চিন?

তেলেঙ্গানায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদী জানান, ভারত সরকার মুলুগুতে একটি কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে আদিবাসী আইকন সামক্কা এবং সারাক্কার নামে। তিনি বলেন, 'ভারত সরকার মুলুগুতে একটি কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। বিশিষ্ট আদিবাসী রমণী সম্মাক্কা-সারাক্কার নামে এর নামকরণ করা হবে। এই বিশ্ববিদ্যালয় তৈরিতে ব্যয় হবে ৯০০ কোটি টাকা। আমি তেলেঙ্গানার জনগণকে তাঁদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই।'

bjp modi KCR Telengana Voter
Advertisment