scorecardresearch

ভোটের আগেই নতুন ১৯টি জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর, কুর্সি বাঁচাতে নতুন রাজনৈতিক অঙ্ক  

তিনটি নতুন ডিভিশন তৈরির কথাও এদিন বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী

Rajasthan new districts, Jaipur, Ashok Gehlot, Ashok Gehlot government, Rajasthan news, Rajasthan government, Indian Express, India news, current affairs"
ভোটের আগেই নতুন ১৯টি জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজস্থানে তৈরি হল নতুন ১৯টি জেলা ও তিনটি ডিভিশন। বিধানসিভা নির্বাচনের আগেই বিরাট চমক মুখ্যমন্ত্রীর। কিছুদিন বাদেই হবে রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যে নতুন ১৯টি জেলা তৈরির কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।পাশাপাশি তিনটি নতুন ডিভিশন তৈরির কথাও এদিন বিধানসভায় বলেন সিএম গেহলট। এমন ঘোষণা নির্বাচনের আগে সিএম গেহলটের বড় রাজনৈতিক চাল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।  

চলতি বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগেই বিধানসভায় বড় ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যে ১৯ টি নতুন জেলা এবং তিনটি নতুন ডিভিশনের ঘোষণা করেছেন। গেহলটের ঘোষণার পরে, রাজস্থানের জেলার সংখ্যা এখন ৩৩ থেকে বেড়ে দাঁড়াল ৫০-এ। একই সঙ্গে নতুন তিনটি ডিভিশনের ঘোষণার পর ডিভিশনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০।

বহুদিন ধরেই রাজ্যে নতুন জেলা গঠনের দাবি জোরদার হচ্ছিল, তাতে সায় দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছু নতুন জেলা গঠনের জন্য তাঁর কাছে দাবি করা হয়েছিল। এর জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেন তিনি। কমিটির চূড়ান্ত রিপোর্ট সামনে এসেছে। তিনি বলেন, “রাজ্যে নতুন কিছু জেলা তৈরির দাবি জানানো হয়েছিল আমাদের কাছে। এরপরই এই সংক্রান্ত প্রস্তাবগুলি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলাম আমরা। সেই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল। তার ভিত্তিতেই আমি এখন রাজ্যে নতুন জেলাগুলি তৈরি করার কথা ঘোষণা করছি।” পাশাপাশি নতুন জেলা গঠনে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলেই ধারণা মুখ্যমন্ত্রী গেহলটের।

নতুন ১৯টি জাল হল, অনুপগড়, বালোত্রা, বেওয়ার, কেকরি, দীগ, দিদওয়ানা-কুচামান, দুদু, গঙ্গাপুর, জয়পুর উত্তর, জয়পুর দক্ষিণ, যোধপুর পূর্ব, যোধপুর পশ্চিম, কোটপুতলি-বেহরোর, খেরতাল, নিম কা থানা, ফালোরি, সালুম্বের, সাঞ্চোর ও শাহপুরা।

তিনটি ডিভিশন

মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘোষণার পর রাজস্থানে তিনটি ডিভিশন পাবে। এর মধ্যে বাঁশওয়াড়া, পালি ও সিকর। এখন পর্যন্ত জয়পুর, যোধপুর, উদয়পুর, ভরতপুর, কোটা, আজমির এবং বিকানের ডিভিশন ছিল।

জয়পুর ও যোধপুর দুটি জেলায় বিভক্ত

উল্লেখযোগ্যভাবে, রাজস্থানের রাজধানী জয়পুর এবং যোধপুর এখন দুটি জেলায় বিভক্ত হয়েছে। আগে রাজস্থানে মোট ৩৩টি জেলা ছিল এবং এখন ১৯টি জেলা বেড়েছে। মোট জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০। পাশাপাশি উন্নয়ন খাতে বিধায়কদের বরাদ্দ (MLALAD) পরিমাণও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরও বলেছেন যে রাজস্থানে ৬হাজারের বেশি মাদ্রাসা প্যারাটিচার নিয়োগ করা হবে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: In poll year ashok gehlot announces 19 new districts 3 divisions