Advertisment

'রাবন' নীতিশকে 'বধ' করতে উদ্যত 'রাম' তেজস্বী

এই পোস্টারে লালুর ছোট ছেলের মুখে একটি বার্তাও লেখা হয়েছে। তিনি বলছেন, "যখনই রাবন সীমা অতিক্রম করেন, ঠিক তখনই রামের জন্ম হয়"।

author-image
IE Bangla Web Desk
New Update
bihar

এই সেই পোস্টার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 'রাবন'। আর তাঁকে রামের ভূমিকায় তিরবিদ্ধ করছেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদব। দশেরার প্রাক্কালে এমনই এক পোস্টার স্থান পেয়েছে চাঁদ পটেল পথে আরেজেডি-র দলীয় কার্য্যালয়ের বাইরের দেওয়ালে। বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে তেজস্বী পদযাত্রায় সামিল হওয়ার আগে এই পোস্টার সামনে এনেছেন আরজেডি-র মুখপাত্র আনন্দ যাদব।

Advertisment

এই পোস্টারের মাধ্যমে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে কোনও রকম ব্যক্তি আক্রমণ করতে চাওয়া হয়নি বলে দাবি করে আরজেডি জানিয়েছে, নীতিশ সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আর সে জন্যই এমন পোস্টার। এই পোস্টারে লালুর ছোট ছেলের মুখে একটি বার্তাও লেখা হয়েছে। তিনি বলছেন, "যখনই রাবন সীমা অতিক্রম করেন, ঠিক তখনই রামের জন্ম হয়"। আরজেডির একাংশের আবার দাবি, দশেরা মূলত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়গান। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লালুর দল নীতিশের প্রতি এই বার্তাই দিতে চেয়েছে।

আরও পড়ুন- জেলার পর বিজেপির লক্ষ্য এলাহাবাদ হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়েরও নাম বদল

তবে লণ্ঠন বাহিনীর এই পোস্টার প্রচারকে অত্যন্ত 'নিম্নরুচির পরিচায়ক' বলে মনে করছে তির চিহ্নের দল। সংযুক্তজনতা দলের (জেডিইউ) মুখপাত্র নীরজ কুমার বলেছেন, "এই পোস্টার দেখেই আরজেডির ভাবনা-চিন্তার হদিস পাওয়া যায় এবং তারা যে কতটা নিম্ন রুচির রাজনীতি করে সেটাও স্পষ্ট। মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার রাজ্যে তৃতীয় দফার দায়িত্ব সামলাচ্ছেন। এর থেকেই তাঁর জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়। আরজেডি বরং তাদের দলের মধ্যেই রাবনের খোঁজ করুক। আর রাজ্যের মানুষ সঠিকভাবেই রামকে বেছে নেবেন"। জেডিইউ-এর এই প্রতি আক্রমণের মুখে আরজেডি মুখাপাত্র মৃত্যঞ্জয় তিওয়ারি বলেছেন, এই পোস্টার কেবলই প্রতীকী। নীতিশের সরকার আইন-শৃঙ্খলা ও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, তাই এমনটা করা হয়েছে।

প্রসঙ্গত, বিহার রাজনীতিতে চির যুযুধান আরজেডি-জেডিইউ। কিন্তু, বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপি বিরোধী মহা জোট তৈরি করেছিল এই তিন দল। ক্ষমতাতেও এসেছিল নীতিশের নেতৃত্বাধীন সরকার। কিন্তু, লালুর ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জোট ভঙ্গ করেন 'সুশাসনবাবু' নীতিশ। এরপর ফের পুরানো জোটসঙ্গী বিজেপির হাত ধরে পাটনার মসনদে বসেন নীতিশ। সেই থেকেই ফের যুযুধান লালু ও নীতিশের দল।

Read this story in English

Advertisment