Advertisment

উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো ভাবলে ভুল হবে: রাহুল গান্ধী

‘‘আমরা একসঙ্গে জোটবদ্ধ হওয়ার কাজ চালাচ্ছি এবং নিশ্চিত করছি, যাতে মোদীক হারাতে পারি। শুধু এটাই বলতে চাই, উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো করে দেখা ভুল।’’

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী, ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের লড়াইয়ে উত্তরপ্রদেশে যোগী বাহিনীকে রুখতে কংগ্রেসকে ছাড়াই একে অপরের হাত ধরার ছক কষে ফেলেছে সপা-বসপা। মোদী বাহিনীর বিরুদ্ধে লড়তে সে রাজ্যে বিরোধী জোটে ঢুকতে মরিয়া কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে খুব একটা উৎসাহ এখনও দেখাননি অখিলেশ-মায়াবতীরা। এমন প্রেক্ষাপটে যোগীরাজ্যে কংগ্রেসের ‘আত্মবিশ্বাস’ নিয়ে গলা হাঁকালেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো করে দেখলে, তা ‘ভুল’ হবে, এমনটাই বলেছেন কংগ্রেস সভাপতি।

Advertisment

উল্লেখ্য, লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৩৭টি কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নিয়েছে সপা ও বসপা। কংগ্রেসের জন্য মাত্র ২টি আসন খালি রেখেছে উত্তরপ্রদেশের ওই দুই তাবড় দল। অখিলেশ-মায়াবতীর এহেন সিদ্ধান্ত সামনে আসার পরই রাহুল গান্ধীর এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন, ফের শরিকি চাপ! বিজেপি সঙ্গ ছাড়ার ‘হুমকি’ এসবিএসপি ও আপনা দলের

গাল্ফ নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘‘নরেন্দ্র মোদীকে হারানোই হল আমাদের প্রধান লক্ষ্য। কয়েকটি রাজ্যে আমরা যথেষ্ট শক্তিশালী এবং আমরাই সেসব রাজ্যের প্রধান দল। ওইসব রাজ্যে আমরা বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়ছি। আবার এমন কয়েকটি রাজ্য রয়েছে, যেখানে জোটের সম্ভাবনা রয়েছে, যেমন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, বিহার, সেখানে আমরা জোট ফর্মুলার দিকে এগোচ্ছি। আমরা মতাদর্শগতভাবে লড়াই করি।’’ কংগ্রেস সভাপতি আরও বলেছেন, ‘‘উত্তরপ্রদেশে আমাদের ক্ষমতা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আমার মনে হয়, আমরা সকলকে চমকে দেব।’’

উত্তরপ্রদেশে সপা-বসপাদের বিরুদ্ধে কি প্রার্থী দেবে কংগ্রেস? জবাবে রাহুল বলেছেন, ‘‘আমরা চেষ্টা করছি যাতে বিরোধীদের একজোট করা যায়। বিহার, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীরে এটা হচ্ছে...উত্তরপ্রদেশে এর কাজ চলছে...সংবাদমাধ্যমে কিছু বক্তব্য শুনেছি কিন্তু আমরা একসঙ্গে জোটবদ্ধ হওয়ার কাজ চালাচ্ছি এবং নিশ্চিত করছি, যাতে মোদীক হারাতে পারি। শুধু এটাই বলতে চাই, উত্তরপ্রদেশে কংগ্রেসকে খাটো করে দেখা ভুল।’’

অন্যদিকে, মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক সারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে রুখতে বিরোধী জোটের রূপরেখা তৈরি নিয়েই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। শুধু রাহুলের সঙ্গেই নন, এনসিপি-র শরদ পাওয়ার, আপের অরবিন্দ কেজরিওয়াল, এনসি-র ফারুখ আবদুল্লার সঙ্গেও দেখা করেন নাইডু। আগামী ১৯ জানুয়ারি এ রাজ্যে তৃণমূলের ব্রিগেড সমাবেশে তাঁরা যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন নাইডু ও পাওয়ার।

Read the full story in English

CONGRESS rahul gandhi lok sabha 2019
Advertisment