PM Modi Independence Day Speech: বয়সে নবীন নয় মোটে। রীতিমত সত্তর পেরোনো, মুখের চামড়ায় ভাঁজ। তবু তাঁকে নিয়ে আবেগ এতটুকু কমেনি মানুষের।
হ্যাঁ, দেখতে দেখতে সাত দশক পেরিয়ে গেল দেশ স্বাধীন হয়েছে। আগামিকাল সারা ভারত জুড়ে উদযাপিত হবে ৭২তম স্বাধীনতা দিবস। সাধারণ মানুষের কাছে ১৫ আগস্টের একটা বড় আকর্ষণ থাকে প্রধানমন্ত্রীর ভাষণ। এ বছরের ছবিটাও আলাদা না। জাতির উদ্দেশে কী বলবেন মোদী? সে দিকেই তাকিয়ে আপামর জনতা।
লালকেল্লা থেকে নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনে। সময় সকাল ৬টা ৩৫ মিনিট। দূরদর্শনের ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং হবে প্রধানমন্ত্রীর বক্তব্য। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে রাজধানীর এলাকা বিশেষে। বেলা ২টো পর্যন্ত রাজধানীর সব মেট্রো স্টেশনে গাড়ি পার্ক করা বন্ধ থাকবে। যাত্রীদের জন্য অবশ্য খোলাই থাকবে প্রতিটি স্টেশন, দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে আমজনতার মধ্যে উত্তেজনার পারদ চড়ছে- আবার কী ঘোষণা করতে চলেছেন মোদী? গত চার বছরের ইতিহাস বলছে 'স্বচ্ছ ভারত', 'মেক ইন ইন্ডিয়া', 'নীতি আয়োগ'-এর মত ঝড় তোলা সব উদ্যোগের কথা এই দিনটিতেই ঘোষিত হয়েছিল।
২০১৯ ভোটের আগে শেষ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কী উদ্যোগ ও পরিকল্পনা ঘোষণা করেন সেদিকে তাকিয়ে রয়েছেন, তাঁর সমর্থক, বিরোধী ও দেশের সমস্ত ভোটাররা।