Advertisment

INDIA Bloc Mega Rally: কেজরির গ্রেফতারি প্রতিবাদে পথে 'ইন্ডিয়া', 'লোকতন্ত্র বাঁচাও' মিছিল আজ দিল্লিতে

INDIA bloc mega rally: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। এবার সেই গ্রেফতারির প্রতিবাদে রবিবার পথে নামছে ইন্ডিয়া জোট। রাজধানীর রাজপথে মেগা ব়্যালির ডাক দিয়েছে বিজেপি-বিরোধী দলের জোট। পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনেরও মিছিল বলা যেতে পারে এই কর্মসূচিকে। বিরোধী দলগুলির সব বড় নেতা এই মিছিলে হাঁটবেন বলে জানা গিয়েছে। এই মিছিলের নাম দেওয়া হয়েছে লোকতন্ত্র বাঁচাও মিছিল।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
India Bloc mega rally, AAP, Ramlila Maidan

INDIA Block Rally: লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনেরও মিছিল বলা যেতে পারে এই কর্মসূচিকে।

INDIA bloc mega rally: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। এবার সেই গ্রেফতারির প্রতিবাদে রবিবার পথে নামছে ইন্ডিয়া জোট। রাজধানীর রাজপথে মেগা ব়্যালির ডাক দিয়েছে বিজেপি-বিরোধী দলের জোট। পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনেরও মিছিল বলা যেতে পারে এই কর্মসূচিকে। বিরোধী দলগুলির সব বড় নেতা এই মিছিলে হাঁটবেন বলে জানা গিয়েছে। এই মিছিলের নাম দেওয়া হয়েছে লোকতন্ত্র বাঁচাও মিছিল।

Advertisment

দিল্লির রামলীলা ময়দান থেকে রবিবার এই মিছিল শুরু হবে। থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার মতো নেতারা। এঁদের সঙ্গে থাকবেন দিল্লির শাসকদল আম আদমি পার্টির শীর্ষ নেতারা। পিটিআই সূত্রে খবর, জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালও এই মিছিলে হাঁটতে পারেন।

“সমাবেশ ব্যক্তিকেন্দ্রিক নয়। এটি কোনও এক ব্যক্তিকে রক্ষা করার জন্য নয়। এটা গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য। এটা কোনও এক দলের সমাবেশ নয়। ২৮টিরও বেশি দল এতে জড়িত। ইন্ডিয়া জোটের সব দল এতে জড়িত। তৃণমূল কংগ্রেসও অন্তর্ভুক্ত। যদিও, পশ্চিমবঙ্গে আমাদের আসন ভাগাভাগি সূত্রটি কার্যকর হতে পারেনি, তবে তৃণমূলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন, "কংগ্রেস নেতা জয়রাম রমেশ দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিকদের বলেছেন।

রমেশ বলেন, সমাবেশের এজেন্ডা হবে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য এবং মেরুকরণ। “আমাদের হেমন্ত সোরেনজিকে ভুলে যাওয়া উচিত নয়। হেমন্ত সোরেন ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হয়েছিলেন (গ্রেফতার হওয়ার আগে তিনি পদত্যাগ করেছিলেন) যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে। হেমন্ত সোরেন, কেজরিওয়ালজি, দিল্লি, ঝাড়খণ্ড, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও নেতাকে টার্গেট করা হচ্ছে।”

আরও পড়ুন Archana Patil Joins BJP: বিজেপিতে ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ, লোকসভার আগে ফের কংগ্রেসের ধাক্কা

AAP-এর দিল্লির আহ্বায়ক গোপাল রাই এই সমাবেশটি "অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিরুদ্ধে এবং দেশের গণতন্ত্রকে বাঁচাতে" বলার একদিন পরে রমেশের মন্তব্য এসেছে। রাই যোগ করেছেন, “দিল্লিতে অত্যাচার এমন পর্যায়ে বেড়েছে যেখানে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, এবং সবাই তাঁদের উদ্বেগ প্রকাশ করতে মেগা সমাবেশে জড়ো হচ্ছে। যেভাবে স্বৈরাচারী প্রবণতা চালানো হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, এটা অন্যায়, এর বিরুদ্ধে মেগা সমাবেশে আওয়াজ তোলা হবে।”

AAP RJD CONGRESS India Arvind Kejriwal Opposition Front tmc
Advertisment