Advertisment

লোকসভা নির্বাচন নিয়ে বিরোধী জোট I.N.D.I.A-এর বৈঠক, আসন বণ্টন, কৌশল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত?

বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA bloc to hold panel meeting today; seat sharing, poll strategy on agenda

বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আজ ইন্ডিয়া অ্যালায়েন্সের সমন্বয় কমিটির প্রথম বৈঠক, আসন বণ্টন, নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা। এদিনের বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড  অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিপিএমও আজকের এই বৈঠকে অংশ নেবে না। আজকের এই বৈঠকে I.N.D.I.A.এর লোগো নির্ধারণের পাশাপাশি আসন ভাগাভাগি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সিনিয়র এনসিপি নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন, 'ইণ্ডিয়া জোট এবং এমভিএ দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে'।

Advertisment

ভারত জোটের সমন্বয় ও নির্বাচনী কৌশল কমিটি একপক্ষ আগে মুম্বইয়ে বিরোধী দলের সমাবেশে গঠিত হয়েছিল। বুধবার প্রথমবারের মত কমিটির বৈঠক। হবে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের নয়াদিল্লিতে বাসভবনে। আলোচনায় উঠবে আসন ভাগাভাগি-সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে যৌথ প্রচারের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি সম্ভবত বৈঠকে থাকতে পারবেন না। টিএমসি সিদ্ধান্ত নিয়েছে, এই মিটিংয়ে কোনও প্রতিনিধি পাঠাবে না। 

টিএমসি আশা করছে যে জোটের নেতারা অভিষেকের অনুপস্থিতির বিষয়টি মাথায় রাখবেন, অভিষেকের বিরুদ্ধে জারি করা সমনের বিরুদ্ধে সুর চড়াবেন। বেঙ্গালুরুতে বিরোধী জোটের যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়েছিল, ‘বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নির্লজ্জভাবে অপব্যবহার’ করছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে।’

বিরোধী ইন্ডিয়া জোটের ১৪ সদস্যের সমন্বয় কমিটির প্রথম বৈঠক আজ নয়াদিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাসভবনে অনুষ্ঠিত হবে। জোটের মধ্যে আসন বণ্টন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অনেক বিরোধী দলের নেতারা শীঘ্রই আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে একটি যৌথ বিরোধী প্রার্থীকে মাঠে নামানো যায় সেজন্য রণকৌশল নির্ধারণে আজকের বৈঠকে আলোচনা হবে।   

বৈঠকের আগে কমিটির সদস্য এবং আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “মানুষের কাছে পৌঁছানো, যৌথ সমাবেশের পরিকল্পনা করা এবং ডোর-টু-ডোর প্রচার চালানোর মতো বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। চাড্ডা বলেন, ‘এই জোটকে সফল করতে প্রতিটি রাজনৈতিক দলকে তিনটি জিনিস ত্যাগ করতে হবে: উচ্চাকাঙ্ক্ষা, মতভেদ ও বিভেদ’।

আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অসুস্থতার কারণে ভারত জোটের সমন্বয় কমিটির বৈঠকে যোগ দেবেন না জেডিইউ জাতীয় সভাপতি লালন সিং। তাঁর জায়গায় জেডিইউ নেতা ও বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বৈঠকে যোগ দেবেন।

প্রবীণ বিরোধী নেতা বলেন, ‘আমরা প্রচার, সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং মিডিয়া কৌশল- এই সব নিয়ে আলোচনা করছি। এখন, আসন ভাগাভাগি দ্রুত সম্পন্ন করতে হবে।’ বুধবার , পাওয়ারের বাসভবনে এই বৈঠকে কেসি ভেনুগোপাল (কংগ্রেস), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), সঞ্জয় রাউত (শিবসেনা – উদ্ধব বালাসাহেব ঠাকরে), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (এসপি), লল্লান সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স) এবং মেহবুবা মুফতি (পিপলস ডেমোক্রেটিক পার্টি)-র উপস্থিত থাকার কথা।

বৈঠকের আগে পাওয়ারের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরে

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বিরোধী জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের আগে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইতে এনসিপি সভাপতি শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। দক্ষিণ মুম্বাইতে পাওয়ারের বাসভবনে দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিটের এক বৈঠক চলে। বৈঠকে এনসিপি নেতা জয়ন্ত পাতিল এবং শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতও উপস্থিত ছিলেন। এই বৈঠকে ভারত জোটের সমন্বয় প্যানেলের বৈঠক এবং মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান সঞ্জয় রাউত।  

সংসদের বিশেষ অধিবেশন নিয়েও আলোচনা হবে

আজকের এই বৈঠক প্রসঙ্গে এনসিপির জাতীয় মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেছেন যে সাতটি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিরোধী জোট খুব ভালো পারফর্ম করেছে। ভারতের জোট শক্তিশালীভাবে একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনে আমরা আরও আসন জিতব। বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সংসদের বিশেষ অধিবেশনেও আলোচনা হবে।

জোটের নেতারা বলছেন, আগের নির্বাচনে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই হবে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার এবং লালু প্রসাদ যাদব সহ জোটের শীর্ষ নেতারা যত তাড়াতাড়ি সম্ভব আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়েছিলেন। আজকের বৈঠকে নির্বাচনী প্রচার, সোশ্যাল মিডিয়া, ও মিডিয়া সংক্রান্ত কিছু প্রস্তাবও অনুমোদন করা হবে বলে জল্পনা রয়েছে।

I.N.D.I.A জোটের সমন্বয় কমিটিতে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, ডিএমকে নেতা টিআর বালু, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন, শিবসেনা-ইউবিটি নেতা সঞ্জয় রাউত, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব, আপ নেতা রাঘব চাড্ডা, জেডিইউ নেতা লালন সিং, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, জাভেদ আলি খান (এসপি)পিডিপি নেতা মেহবুবা মুফতি, টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি এবং সিপিআই-এম-এর একজন সদস্য। অসুস্থতার কারণে এই বৈঠকে আসছেন না লালন সিং। তাঁর জায়গায় এই বৈঠকে উপস্থিত থাকবেন বিহার সরকারের মন্ত্রী সঞ্জয় ঝা।

NDA India
Advertisment