Advertisment

Election Results 2024: সঠিক সময়ের জন্য চলবে অপেক্ষা! আপাতত বিরোধী আসনে বসার সিদ্ধান্তে সিলমোহর 'ইন্ডিয়া'র

Mallikarjun Kharge: এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA bloc leaders, residence of Mallikarjun Kharge in Delhi, ইন্ডিয়া জোটের নেতৃত্ব, দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়ি

INDIA bloc leaders-residence of Mallikarjun Kharge in Delhi: দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা। (ফোটো- কংগ্রেস)

INDIA bloc will continue to fight against fascist rule: জনগণ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। ইন্ডিয়া জোট বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালাবে। বুধবার নয়াদিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিন তাঁর দিল্লির বাড়িতে বৈঠক করেন ইন্ডিয়া জোটের নেতারা।

Advertisment

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে। অন্য বিরোধী দলগুলো মিলে সংখ্যাটা ২০০ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু, তা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে। এই পরিস্থিতিতে সরকার গড়তে গেলে এমন কিছু দলের সাহায্য দরকার বিরোধীদের, যাঁরা এনডিএ শরিক। কিন্তু, এই দলগুলো এতবার বিজেপি আর বিরোধীদের মধ্যে স্থান অদলবদল করেছে যে তাদের ওপর আর ভরসা রাখতে নারাজ ইন্ডিয়া জোটের নেতারা।

বৈঠকে তাই খাড়গে বলেন, 'আমরা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেব। এই ফলাফল সংবিধানকে রক্ষা করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করেছে। বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। গণতন্ত্রকে রক্ষা করেছে।' তবে, খাড়গে একথা বললেও প্রধানমন্ত্রীর আসনে তৃতীয়বারের জন্য মোদীই বসতে চলেছেন। এনডিএর বৈঠকে এনিয়ে আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এনডিএর মোট আসন সংখ্যা ২৯৩।

এনডিএও বুধবার বৈঠক করেছে। দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনে সেই বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ শরিক জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার ও তেলেগু দেশম পার্টি (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডু। বৈঠকে বিজেপি এবং অন্যান্য এনডিএ শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে মোদী এবং তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন। শনিবার, ৮ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করতে চলেছেন। জওহরলাল নেহরুর পর এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বার শপথ গ্রহণ করবেন।

আরও পড়ুন- খাসতালুকেই চুরমার গেরুয়া শিবির! কারণগুলো উঠে আসছে একে একে

বুধবারে ইন্ডিয়ার বৈঠকে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্বব ঠাকরে যোগ দেননি। তবে, তাঁর প্রতিনিধি হিসেবে দলের মুখপাত্র সঞ্জয় রাউত যোগ গিয়েছিলেন। পরে রাউত সাংবাদিকদের বলেন, 'আমরা জনগণের সিদ্ধান্ত মেনে সঠিক সময়ে সরকার গঠনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকে স্বৈরাচার এবং সংবিধান ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে লড়াই চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। সিপিআইয়ের তরফ থেকে উপস্থিত ছিলেন ডি রাজা। সিপিএমের তরফ থেকে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি।

Mallikarjun Kharge Modi Government narendra modi NDA India
Advertisment