Advertisment

NDA কে পরাস্ত করার চূড়ান্ত রনকৌশল, আগামীকালই মুম্বইতে INDIA জোটের তৃতীয় বৈঠক

২৪-এর লোকসভায় বাজিমাত করার লক্ষ্যে বিরাট বৈঠক

author-image
IE Bangla Web Desk
New Update
INDIA Opposition bloc meeting, INDIA Opposition bloc meeting in Mumbai, INDIA Opposition bloc conclave, INDIA Opposition bloc two day conclave in Mumbai, Lok Sabha elections 2024, Lok Sabha elections

আগামীতেই বিরাট বৈঠক

২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএকে কোনঠাসা করতে মাঠে নেমেছে ইণ্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের আগে আগামীকাল মুম্বইয়ে বিরোধী দলগুলির জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর এই বৈঠকে জোটের লোগো এবং আসন ভাগাভাগির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

Advertisment

আগামীকাল অর্থাৎ ৩১শে আগস্ট মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধ ও বৃহস্পতিবার দুদিনের এই বৈঠকে কংগ্রেস সহ ২৬টি দলের নেতারা অংশ নেবেন। এই বৈঠকে জোটের আহ্বায়কের নাম ও আসন ভাগাভাগির সূত্রে সিলমোহর দেওয়া হবে বলেই খবর। সেই সঙ্গে বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করা হবে।

এর আগে পাটনা এবং বেঙ্গালুরুতে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দুটি বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন RJD প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদব। সংসদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পরাজয়ের পর বিরোধী দলগুলির এই বৈঠক হচ্ছে।বিরোধী দলগুলির এই বৈঠকে এই সময়ের সবচেয়ে বড় এজেন্ডা হল রাজ্যগুলিতে আসন ভাগাভাগির সূত্র নির্ধারণ করা। দুদিনের এই বৈঠকে ইন্ডিয়া জোটে আরও কয়েকটি দলকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আগামীকালের বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনো আলোচনা হবে না। কংগ্রেস নেতা পিএল পুনিয়া ইতিমধ্যেই বলেছেন যে জোটের জয়ের পরেই প্রধানমন্ত্রী পদের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। জোটের আহ্বায়ক পদে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

national news
Advertisment