Advertisment

পুরনো সংসদ ভবনে গ্রুপ ফটো সেশনে মোদী-রাহুল, আজ নয়া ভবনে শুরু অধিবেশন

আজ থেকে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
india parliament special session

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের আগে গ্রুপ ফটো সেশনে হাজির। (ভিডিও স্ক্রিনগ্রাব/সংসদ টিভি

সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে ইতিহাস। চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা নতুন সংসদ ভবনে প্রথমবারের মতো হাউসের কার্যক্রম শুরু। নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবনের সামনে গ্রুপ ফটো সেশনের ব্যবস্থা। ফটো সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও রাহুল গান্ধী-সহ রাজ্যসভা এবং লোকসভার সব সদস্য হাজির ছিলেন।

Advertisment

সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা মহিলাদের সংরক্ষণ বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিলে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আইনটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর। এটি কার্যকর হতে হতে সম্ভবত ২০২৯ সাল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই বিল সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, "এটা আমাদের, আপনা হ্যায়।"

গতকাল সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনের শেষের দিকে সংসদ ভবন অ্যানেক্সিতে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন মোদি। দিনের শুরুতে, মোদী বলেছিলেন ''এই সংসদ অধিবেশন সময়কালের জন্য ছোট হতে পারে তবে উপলক্ষ্য বড়।" বৈঠকের আলোচ্যসূচি প্রথমে গোপন থাকায় জল্পনা-গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে অনুমান করা হয়েছিল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিশেষ অধিবেশনে মহিলা বিলটি উত্থাপন এবং পাস করা যেতে পারে। আগের দিন, রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেও সরকারকে মহিলা সংরক্ষণ বিল চালু করার আহ্বান জানিয়েছিলেন।

rahul gandhi delhi Parliament modi
Advertisment