Advertisment

Rahul Gandhi targets PM Modi: আম-আদমির বুকে-পিঠে ছুরি, 'কর সন্ত্রাস' প্রশ্নে লোকসভায় রাহুলের গর্জন

সোমবার লোকসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Rahul Gandhi in Lok Sabha"," Rahul Gandhi chakravyuh jab in Lok Sabha"," Rahul Gandhi latest news"," Parliament session","

সোমবার লোকসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেছেন।

Rahul Gandhi targets PM Modi: লোকসভায় 'কর সন্ত্রাসের' কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন- 'দেশ আজ পদ্মের গোলকধাঁধায় আটকা পড়েছে'। সোমবার (২৯ জুলাই) লোকসভার বিরোধী দল নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেছেন।

Advertisment

সোমবার (২৯ জুলাই) লোকসভার বিরোধী দল নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করেছেন। কৃষকদের সমস্যা, প্রশ্ন ফাঁস, 'দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতা'। বাজেট ও ট্যাক্স নিয়ে মোদী সরকারকে কোণঠাসা করেছেন রাহুল গান্ধী। এই সময় রাহুল বলেছিলেন যে দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে । ভারতীয় জনতা পার্টির দলের সদস্যরা আজ ভীত, মন্ত্রীরা ভীত এবং দেশের কৃষকরা ভীত।

চক্রব্যূহের কথা উল্লেখ করে কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন এবং বলেছিলেন যে চক্রব্যূহ ৬ জন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। চক্রব্যূহে আটকে পড়েছে দেশ। রাহুল গান্ধী আরও বলেন, একবিংশ শতাব্দীতে একটি নতুন চক্রব্যূহ এসেছে, সেটিও পদ্মের আকারে। অভিমন্যু যে চক্রব্যূহে আটকা পড়েছিলেন সেই একই চক্রব্যুহ ভারতের যুবক, কৃষক, মা-বোন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রতি করা হচ্ছে। এই চক্রব্যূহের প্রতীক বুকে বহন করেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস সাংসদ মহাভারতের চক্রব্যূহের সঙ্গে তুলনা টেনে বলেন, আজ নরেন্দ্র মোদী জি, অমিত শাহ জি, মোহন ভাগবত জি, অজিত ডোভাল জি, আম্বানি এবং আদানি জি পদ্মব্যুহ তৈরি করেছেন।

আরও পড়ুন - < Jairam Ramesh Attacks PM Modi: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বীরেন সিংয়ের, মোদীকে খোঁচা কংগ্রেসের >

বাজেটের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেছিলেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতার সময় প্রশ্ন ফাঁস সম্পর্কে কিছু বলেননি এবং এবার শিক্ষা খাতে কম অর্থ বরাদ্দ করা হয়েছে। বিশ বছরের মধ্যে শিক্ষা খাতে সর্বনিম্ন বাজেট। কর সন্ত্রাস বন্ধে সরকার বাজেটে কিছুর উল্লেখ করেনি। তিনি বলেন, বাজেট মধ্যবিত্তের বুকে-পিঠে ছুরিকাঘাত করেছে। রাহুল গান্ধীর অভিযোগ, অগ্নিপথের চক্রব্যূহে সেনা জওয়ানরা আটকে পড়েছেন। বাজেটে দমকলকর্মীদের পেনশন বাবদ কোনো টাকা দেওয়া হয়নি। এমএসপি-র আইনি গ্যারান্টি দেওয়া হয়নি। কংগ্রেস নেতা বলেছিলেন যে এমএসপির আইনি গ্যারান্টি কৃষকদের গোলকধাঁধা থেকে রেহাই দিত।

Budget rahul gandhi
Advertisment