‘অগণতান্ত্রিক’, ‘অসাংবিধানিক’, ‘অসংসদীয়’! রাহুলের সাংসদ পদ বাতিলের আঁচ গিয়ে পড়ল ব্রিটেনেও

কংগ্রেস লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মীরা

congress,Congress MP,London,MODI SURNAME,Rahul Gandhi,কংগ্রেস,কংগ্রেস সাংসদ,মোদী পদবী মামলা,রাহুল গান্ধী
'অগণতান্ত্রিক', 'অসাংবিধানিক', 'অসংসদীয়'! রাহুলের সাংসদ পদ বাতিলের জের, ব্রিটেনেও চলল কংগ্রেসের বিক্ষোভ

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ‘অগণতান্ত্রিক’, লন্ডনে বিক্ষোভ কংগ্রেসের। লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ শুরু করেন দলের কর্মীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জেরে প্রায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের তরফে ৬০ জন সদস্য লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ অবস্থানে অংশ নেন। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পর খারিজকে ‘অগণতান্ত্রিক’, ‘অসাংবিধানিক’ এবং ‘অসংসদীয়’ বলে অভিহিত করা হয়েছে।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভে সামিল হন। রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের জেরেই প্রতিবাদ আন্দোলনে সামিল হন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সদস্যরা। এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’, ‘অসাংবিধানিক’ এবং ‘অসংসদীয়’ বলে অভিহিত করার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরণের আন্দোলনের ডাক দিয়েছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান কমল ধালিওয়াল বলেছেন, “রাহুল গান্ধীর সাংসদপদ বাতিল ঘোষণা করার মাধ্যমে মানুষের মধ্যে ভয় জাগিয়ে তোলার চেষ্টা করছে মোদী সরকার যাতে আপনি সরকার বা বিজেপির বিরুদ্ধে কোন আওয়াজ তুলতে ভয় পান।আদানি ইস্যু থেকে নজর ঘোরাতেই কেন্দ্রের এই কাজ আমরা কোন ভাবেই সমর্থন করিনা”।  

একই সঙ্গে তিনি বলেন, আমরা প্রবাসী ভারতীয় এবং কংগ্রেসীরা মনে করি এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অসংসদীয়। ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আইওসিও তরফে দাবি করা হয়েছে এদিনের এই আন্দোলন কেবল শুরু, রাহুল গান্ধীর সদস্যপদ ফিরিয়ে দেওয়া না হলে আরও বড় আকারে বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Indian overseas congress protests against undemocratic disqualification of rahul gandhi in london

Next Story
মুসলিম তোষণ নিয়ে ভোটমুখী কর্ণাটকে কংগ্রেসকে তোপ শাহর, প্রার্থীতালিকা ভোট ঘোষণার পর
Exit mobile version