Advertisment

'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট', বাংলায় নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির

দলের নাম দিলেন, 'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট'। যে দলের চেয়ারম্যান পদে থাকবেন নৌশাদ সিদ্দিকি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পীরজাদা আব্বাস সিদ্দিকি। ছবি- জয়প্রকাশ দাস

একুশের নির্বাচনের আগে দল ঘোষণা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি তথা ভাইজান। দলের নাম দিলেন, 'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট'। যে দলের চেয়ারম্যান পদে থাকবেন নৌশাদ সিদ্দিকি।

Advertisment

বৃহস্পতিবার যে নতুন দল ঘোষণা করবেন তা আগেই জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকি। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের নিয়েই গঠন করা হচ্ছে ১০ দলের ফ্রন্ট। ২০২১ বিধানসভা নির্বাচনে এই ফ্রণ্ট ৬০ থেকে ৮০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়ে ছিলেন আব্বাস সিদ্দিকি। এদিন শুধু প্রকাশ্যে নাম ঘোষণা করলেন।

ইতিমধ্যে নির্বাচন কমিশনে নাম নথিভুক্তকরণ হয়ে গিয়েছে দলের। আব্বাস জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতে ৬০-৮০টা আসনে প্রার্থী দেব। ১০ দলের ফ্রন্ট থেকেই বলছি। এই সব আসনের ৯৯শতাংশতেই জিতবই।

রাজনৈতিক দলে বিশেষ দায়িত্ব পালন করবেন ভাইজানের ভাই পীরজাদা নৌশাদ সিদ্দিকি। তিনি ইতিহাসে স্নাতকোত্তর। বিএড। এবার একুশের নির্বাচনে সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দেবেন ২৬ বছরের যুবক।

west bengal politics
Advertisment