দু’দিনেরর সফরে শনিবার কেরলে তার সংসদীয় এলাকা ওয়ানড়ে যান রাহুল গান্ধী। সাংসদ পদ ফিরে পাওয়ার পর এটাই রাহুলের প্রথম ওয়ানাড় সফর। সাংসদ পদ ফিরে পাওয়ার পর আজ শনিবার নিজের কেন্দ্র ওয়ানড়ে যান কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী । দু'দিনের ওয়ানড়ে সফরে রয়েছে রাহুলের ঠাসা কর্মসূচি। কেরল যাওয়ার পথে প্রথমে তামিলনাড়ুর বিমানবন্দরে নামেন কংগ্রেস নেতা। সেখানে তিনি অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের আয়োজিত অনুষ্ঠানে। তামিলনাড়ুর উটির কাছে মুথুনাডু গ্রামে টোডা আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আদিবাসী নৃত্য করতে দেখা যায় তাঁকে। রাহুলের গায়ে জড়ানো ছিল টোডা জনজাতির ঐতিহ্যবাহী শাল।
এদিকে সফরের দ্বিতীয় দিনে রবিবার ক্যান্সার হাসপাতালের নতুন শাখার উদ্বোধন করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওয়ানাড় সফরের দ্বিতীয় দিন। তিনি ডাঃ আম্বেদকর জেলা মেমোরিয়াল ক্যান্সার সেন্টারের নতুন শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি বলেন, এটি উদ্বোধন করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, এতে রোগী ও চিকিৎসকদের অসুবিধার মুখে পড়তে হত। আমি আশা করি নতুন বিদ্যুৎ সংযোগ এই সমস্যার অবসান ঘটাবে। এর জন্য এমপি তহবিল থেকে ৫০ লাখ টাকা দিতে পেরে আমি খুশি’।
সেই সঙ্গে রাহুল গান্ধী এদিন আদিবাসীদের অধিকারের পক্ষে কথা বলেছেন। তিনি বলেন আদিবাসীরাই দেশের আসল ভীত। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তার নির্বাচনী এলাকা ওয়েনাড়ে এক ভাষণে, কেরালার আদিবাসীদের সম্বোধন করে বলেছিলেন যে তাদের জন্য 'বনবাসী' শব্দটি কখনই উপযুক্ত নয়। তিনি বলেন, ‘আদিবাসীরাই দেশের প্রকৃত মালিক’। তিনি বলেন, আদিবাসীদের কখনই জঙ্গলে সীমাবব্ধ রাখা ঠিক নয়। দেশের বিশ্বের প্রতিটি কোণা আপনাদের জন্য উন্মুক্ত রাখা উচিত’।
জমি ও বনের উপর আদিবাসীদের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, " আদিবাসী ভাই-বোনেরা এই দেশের আসল মালিক এবং এর অর্থ এই যে এই দেশের আসল মালিকদের জমি, বনের উপর অধিকার থাকা উচিত। তাদের অধিকারকে খর্ব করা উচিত নয়”। "কয়েকদিন রাজস্থানে একটি সভার কথা উল্লেখ করে গান্ধী বলেন, ‘আমি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেছি। আদিবাসী মানে একটি বিশেষ জ্ঞান। আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহের সঙ্গে আদিবাসীদর এক আলাদা সম্পর্ক রয়েছে”।
নিজের পুরনো বাংলো ফিরে পেয়েছেন রাহুল গান্ধী- সূত্র
দলীয় সূত্রে জানা গিয়েছে, ১২ তুঘলক লেনের বাংলোটিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পুনরায় বরাদ্দ করা হয়েছে। এর আগেও, তিনি বহু বছর ধরে একই বাংলোতে থাকতেন, তবে সাংসদ পদ বাতিল হওয়ার পরে এপ্রিল মাসে বাংলোটি খালি করেন রাহুল গান্ধী। তারপর থেকে তিনি তার মা সনিয়ার সঙ্গে ১০ জনপথের একটি বাংলোতে থাকতেন। সেখানে থাকার কিছু সমস্যার কারণে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতের ফ্ল্যাটও ভাড়া নেন রাহুল গান্ধী।