Advertisment

Rahul Gandhi on Jammu Kashmir : নির্বাচনী কৌশল, আসন ভাগাভাগি, জোট নিয়ে সিদ্ধান্ত! জম্মু-কাশ্মীর জয়ের লক্ষ্যে কী এজেন্ডা রাহুলের?

বৃহস্পতিবার শ্রীনগরে কর্মীদের ভাষণ দেন রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
Leader of Opposition in Lok Sabha and Congress MP Rahul Gandhi arrives in Srinagar,

শ্রীনগরে পৌঁছেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। (পিটিআই ছবি)

Rahul Gandhi on Jammu Kashmir : সামনেই জম্মু-কাশ্মীরে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর পৌঁছেছেন রাহুল গান্ধী। সেখানে পৌঁছে রাহুল বলেন, "জম্মু-কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তা জানার সাথে সাথে আমরাই প্রথম এখানে এসেছি। আমরা জনগণকে এই বার্তা দিতে চাই যে জম্মুর মানুষ যে ভয়ের বাতাবরণের মধ্যে বসবাস করছেন তা দূর করাই আমাদের লক্ষ্য। রাহুল গান্ধী বলেন, আমি জম্মু ও কাশ্মীরের মানুষকে ভালোবাসি। এখানকার মানুষের সঙ্গে আমার এই সম্পর্ক অনেক পুরনো"।

Advertisment

'ভালোবাসা দিয়ে ঘৃণাকে পরাজিত করব'
প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ ছুঁড়ে রাহুল বলেন, আগে মোদীজি ঘন ঘন কাশ্মীর সফরে আসতেন। কিন্তু এখন তাঁকে এখানে দেখা যায় না। কংগ্রেস নেতা বলেন, প্রেম আমাদের জয়ী করেছে। ভালোবাসা দিয়ে ঘৃণাকে আমরা পরাজিত করবই। শ্রীনগরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী আরও বলেন, 'আমরা জোট গঠন করব, তবে কর্মীদের অবহেলাকে কোন ভাবেই বরদাস্ত করা হবে না। বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলতে হবে। ভালোবাসা দিয়ে ঘৃণা প্রশমিত করা যায়'।

'মানুষের কষ্ট দূর করাই লক্ষ্য'

কংগ্রেস নেতা আরও বলেন, আমার লক্ষ্য জম্মু ও কাশ্মীরের মানুষের হৃদয়ের যন্ত্রণা মুছে দেওয়া। এখানকার মানুষ যে ভয়ের পরিবেশে বাস করেন, যে দুঃখ হৃদয়ে চেপে রেখেছেন তা আমি মুছে দিতে চাই। ভালোবাসা দিয়ে ঘৃণাকে পরাজিত করাই আমার লক্ষ্য'। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বুধবার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরে দুদিনের সফরে আসেন। এখানে এসেই জোটবদ্ধভাবে নির্বাচনে লড়াইয়ের ডাক দেন রাহুল গান্ধী।

< RG Kar Case: ‘অপরাধের জায়গা আগের মতো নেই’, CBI তদন্তে সমস্যার কথা জানাতেই বিস্মিত সুপ্রিম কোর্ট! >

বৃহস্পতিবার শ্রীনগরে কর্মীদের ভাষণ দেন রাহুল গান্ধী। দলীয় কর্মীদের উদ্দেশে লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "আমরা জম্মু ও কাশ্মীরের জনগণকে এবং ভারতের প্রতিটি রাজ্যের জনগণকে এই বার্তা দিতে চাই যে আমাদের জন্য জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতিনিধিত্ব করা সবচেয়ে গুরুত্বপূর্ণ"। তিনি আরও বলেন, ভারতের ইতিহাসে, স্বাধীনতার পরে, বহুবার একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যে রূপান্তরিত করা হয়েছে, তবে একটি রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে এমন উদাহরণ কেবল একটিই রয়েছে। আমরা এই বার্তা দিতে চাই যে জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতিনিধিত্ব আমাদের এবং দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে এসেছি"।

< Abhishek Banerjee On RG Kar Case: আরজি কর কাণ্ডে নীরবতা ভাঙলেন অভিষেক, ধর্ষণের বিরুদ্ধে তুললেন জোরালো সওয়াল >

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, "রাহুল গান্ধী স্পষ্টই বলেছেন যে তাঁর সম্পর্ক জম্মু ও কাশ্মীরের সঙ্গে। অতএব, আমরা আশা করি যে আগামী নির্বাচনে জম্মু ও কাশ্মীরের জনগণ অবশ্যই আমাদের সমর্থন করবে । বিজেপি সর্বদা সিদ্ধান্ত নেয় কোথা থেকে নির্বাচন শুরু করবে, কোন পদ্ধতিতে লোক নির্বাচন করবে এবং তাদের সমস্ত ক্ষোভ কংগ্রেসের উপর এবং অন্যান্য দলগুলির উপর নয় কারণ অন্যান্য দল বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পান। লড়াই করার সাহস একজনেরই আছে আর তিনি হলেন রাহুল গান্ধী। আমাদের শুধু ভোটের জন্য আপনার দরকার নেই, এই দেশকে বাঁচাতে আপনার ভোট চাই"।

rahul gandhi jammu and kashmir
Advertisment