/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/ju-vote-new-2.jpg)
জয়ের উল্লাস। ছবি: শশী ঘোষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের গণনা ঘিরে সাজ সাজ রব। জানা যাচ্ছে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিপুল ভোটে জয়ী ডিএসএফ। ওই বিভাগে প্রথমবার লড়ে দ্বিতীয় স্থানে এবিভিপি, তৃতীয় স্থানে এসএফআই। বিজ্ঞান বিভাগে জয়ী ডব্লিউটিআই (উই দ্য ইনডিপেন্ডেন্ট)। বিজ্ঞান শাখায় ৪টি পদেই জয়ী ডব্লিউটিআই। কলা বিভাগে জয়ী এসএফআই। উল্লেখ্য, বুধবার নির্বিঘ্নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট সম্পন্ন হয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/JU-VOTE-759-NEW-1.jpg)
দেখুন: যাদবপুরে ভোট উৎসব, ফল ঘোষণা হতেই ক্যাম্পাসে আবির খেলা
জানা যাচ্ছে, কলা বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হয় এসএফআই ও ডিএসএ-র মধ্যে। কলা বিভাগে খাতা খুলতেই পারেনি এবিভিপি। কোনও বিভাগেই খাতা খুলতে পারেনি টিএমসিপি।
আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়া মানেই বামপন্থী নয়, ক্যাম্পাসে গণতন্ত্র নেই, আশা করি জিতব: এবিভিপি প্রার্থী শুভদীপ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/ju-vote-759.jpg)
আরও পড়ুন: ‘তাপস পালের মৃত্যুর জন্য দায়ী মমতাই’
আগেরবারের তুলনায় এসএফআই-এর ভোট প্রায় ৪ গুণের মতো বেড়েছে। সিআর পদে আগেরবার এসএফআই-এর সংখ্যা ছিল ০, এবার সেটি বেড়ে হয়েছে ১।
ভোটের কয়েকদিন আগেই যাদবপুরের রাস্তায় মিছিল করতে দেখা গিয়েছিল জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন