Advertisment

Bengal Governor: সোমবার উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল, ‘হিংসা’র বিহিত চেয়ে ধনকড়ের দ্বারস্থ শুভেন্দু

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন রাজভবন গিয়েছেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Governor, Jagdeep Dhankar, Suvendu adhikari

ভোট পরবর্তী হিংসা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে দুই জনের মধ্যে কথা হয়েছে। ছবি: ট্যুইটার

Jagdeep Dhankar: একসপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। রবিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। দার্জিলিং রাজ ভবনে আগামি একসপ্তাহ ঠিকানা তাঁর। এমনটাই ওই ট্যুইটে উল্লেখ। এদিকে, রাজ ভবন সূত্রে খবর এদিন সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন রাজভবন গিয়েছেন বিরোধী দলনেতা। দেখুন সেইন ট্যুইট:

Advertisment

রাজ্যপাল ট্যুইট করে জানান, ‘ভোট পরবর্তী হিংসা, মানবাধিকার লঙ্ঘন এবং  মিথ্যা মামলা দায়েরের মতো অভিযোগের বিহিত চেয়ে রাজ ভবনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যব্যাপী মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধমূলক কাজকর্ম চললেও নিস্ক্রিয় হয়ে বসে রাজ্য প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ। হচ্ছে না তদন্ত এবং ব্যাপকহারে ধরপাকড়।‘   

অপরদিকে, প্রায় চার দিনের দিল্লি সফর সেরে শনিবার সন্ধ্যায় কলকাতা ফেরেন রাজ্যপাল। এই সফরকালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই বার বৈঠক করেন। রাজ্যপাল সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি এবং কয়লামন্ত্রীর সঙ্গেও। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রীর দিতিয়বার সাক্ষাৎ শেষে জগদীপ ধনকড় বলেন,  ‘সংবিধান, আইনের শাসনের সঙ্গে কোনও সমঝোতা নয়। আমি দিল্লিতে অনেকজনের সঙ্গে কথা বলেছি। পশ্চিমবাংলায় এমন অবস্থা নিজের বাড়ি থাকতে কিংবা ছোট ব্যবসা করতেও তোলা দিতে হচ্ছে। অনেক পরিবার আছে যারা, তাঁদের আপনজনকে হারিয়েছে।‘

উল্লেখযোগ্য ভাবে রাজ্যের তৃণমূল সরকারের প্রশাসন পরিচালনা এবং আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ নিয়ে তাঁর এই দিল্লি সফর। এমনটাই সূত্রের খবর। সম্ভবত কয়লা পাচার-কাণ্ডে নিয়েও কয়লা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। এমনটাই রাজ ভবন সূত্রে খবর।

এদিকে, রাজ্যপালের দিল্লি সফরকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপাল ভিত্তিহীন অভিযোগ করছেন। সাংবিধানিক পদের মর্যাদা ভূলুণ্ঠিত করছেন। রাজ্য বিধানসভা ভোটের হার মেনে নিতে পারেনি বিজেপি। তাই রাজ্যপালকে দিয়ে এসব করাচ্ছে তারা।‘

Suvendu Adhikari north bengal LOP Raj Bhawan
Advertisment